Post Office Gram Suraksha Yojana: বিরাট বড় স্কিম! পোস্ট অফিসের এই প্রকল্পে ১,৫০০ টাকা বিনিয়োগ করলে পাবেন ৩৫ লক্ষ টাকা!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Post Office Gram Suraksha Yojana|Post Office Savings Scheme|Savings Schemes of India Post|Business: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিমে টাকা রাখুন আর হয়ে যান লাখপতি
advertisement
1/11

এই মুহূর্তে বাজারে বেশ কিছু সেভিংসের প্রকল্প রয়েছে যা রীতিমত সাড়া অর্থনৈতিক খারাপ অবস্থা শুধরে দিতে পারে ৷ ঝুঁকিহীন বিনিয়োগের দিকেই সবাই আগ্রহী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
ভাল সঞ্চয়ের পাশাপাশি ভাল রিটার্নে সমস্ত সমস্যার সমাধান হতে পারে ৷ পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha Scheme from Post Office) এমনই এক বিকল্প সঞ্চয়ের প্রকল্প যেখানে ঝুঁকি নেই ৷ নেই কোনও সমস্যা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
৮০ বছর অতিক্রান্ত হওয়ার পরে বা মৃত্যু হলে নমিনি পাবেন টাকা ৷ পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনার অন্তর্গত বোনাস পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
এক নজরে দেখে নেওয়া যাক এই যোজনার নিয়ম ও শর্ত ৷ ১৯ থেকে ৫৫ বছর পর্যন্ত যে কেউই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এই যোজনায় ন্যূনতম ১০,০০০ টাকা ও সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা য়েতে পারে ৷ এই যোজনার প্রিমিয়ামের টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক হিসাবে দেওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
টাকা দেওয়ার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয় ৷ পলিসি কেনার ৩ বছর পরে সারেন্ডার করা যেতে পারে ৷ সেই সময়ে পিলিসর কোনও লাভই পাওয়া যাবেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
এই পলিসির সব থেকে বড় বিষয় হল ১,০০০ টাকা জমা রাখলে বছরে ৬৫ টাকা বোনাস দেওয়া হয় ৷ পলিসি কেনার ৪ বছর পরে এই সুবিধা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
কোনও ব্যক্তি যদি ১৯ বছর বয়সে ১০ লক্ষ টাকার গ্রাম সুরক্ষা যোজনা করে থাকেন ৫৫ বছরের যে জন্য সেক্ষেত্রে তাঁকে মাসিক প্রিমিয়াম দিতে হবে ১,৫১৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
৫৮ বছরের জন্য করতে হলে প্রিমিয়াম দিতে হবে ১,৪৬৩ টাকা ৷ ৬০ বছরের জন্য করলে দিতে হবে ১,৪১১ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
৫৫ বছরের জন্য পলিসি কিনলে মেয়াদ শেষে ৩১.০৬ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য করলে ৩৩.৪০ লক্ষ টাকা, ৬০ বছরের জন্য করলে ৩৪.০৬ লক্ষ টাকা হবে ৷ তবে এই সুবিধা তখনই পাবেন গ্রাহকেরা যখন মেয়াদ সম্পন্ন হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
বিশদ বিবরণের জন্য নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন ৷ অথবা টোল ফ্রি নম্বরে 1800 180 5232/155232 ফোন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Gram Suraksha Yojana: বিরাট বড় স্কিম! পোস্ট অফিসের এই প্রকল্পে ১,৫০০ টাকা বিনিয়োগ করলে পাবেন ৩৫ লক্ষ টাকা!