Sukanya Samriddhi vs SIP, কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Sukanya Samriddhi vs SIP: সুকন্যা সমৃদ্ধি যোজনা না কি এসআইপি - কোনটা বেশি উপযোগী। সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
1/12

নারী ক্ষমতায়নের যুগে কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভারত সরকার দেশের শিশুকন্যাদের জন্য এনেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। যা একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের স্কিম। ১৯৬১-র আয়কর আইনের ৮০সি ধারার আওতায় ট্যাক্স বেনিফিট এবং দারুণ সুদের হার পাওয়া যায়। কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন মা-বাবা অথবা আইনি অভিভাবকরা। কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা না কি এসআইপি - কোনটা বেশি উপযোগী। সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
2/12
সুকন্যা সমৃদ্ধি যোজনা বনাম এসআইপি:সুকন্যা সমৃদ্ধি যোজনা: শিশুকন্যার জন্য সরকারি সেভিংস স্কিম। যা দারুণ সুদের হার এবং ট্যাক্স বেনিফিট দিয়ে থাকে। এসআইপি: একটি ফ্লেক্সিবল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অপশন। যা বাজারে ঝুঁকি সাপেক্ষে উচ্চ রিটার্ন দিয়ে থাকে।
advertisement
3/12
সুকন্যা সমৃদ্ধি যোজনা:মূল বৈশিষ্ট্য: প্রত্যেক আর্থিক বছরে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।
advertisement
4/12
সুদের পরিমাণ:২১ বছর ধরে সুদ পাওয়া সম্ভব। যদিও বিনিয়োগ কিন্তু ১৫ বছর পর্যন্তই করা যাবে। বিনিয়োগ: ১৫ বছরের জন্য মাসিক ১২৫০০ টাকা। মেয়াদপূর্তির পরিমাণ: ৬,৯৩,২৬,৪৭৮ টাকা।. মোট সুদ: ৪,৬৮,২৬,৪৭৮ টাকা।
advertisement
5/12
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি):মূল বৈশিষ্ট্য: উচ্চতর রিটার্নের সম্ভাবনা-সহ মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ। মার্কেট রিস্ক বাজারের অবস্থার সাপেক্ষে রিটার্ন পাওয়া যায় এবং সেই অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে।
advertisement
6/12
সুকন্যা সমৃদ্ধি যোজনা:বিনিয়োগ: ১৫ বছরের জন্য মাসিক ১২৫০০ টাকা হিসেবে। রিটার্ন: ৪,০৫,৭২,০০০ টাকা।
advertisement
7/12
সুকন্যা সমৃদ্ধি যোজনার উপযোগিতা:১. নিশ্চিত রিটার্ন ২. ট্যাক্স বেনিফিট ৩. ঝুঁকি-প্রতিরোধী বিনিয়োগকারীদের জন্য নিরাপত্তা
advertisement
8/12
কাদের জন্য আদর্শ এই স্কিম?কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা।
advertisement
9/12
এসআইপি-র উপযোগিতা:১. সম্ভাব্য উচ্চ রিটার্ন ২. ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা
advertisement
10/12
কাদের জন্য আদর্শ এই স্কিম?যেসব বিনিয়োগকারীর রিস্ক অ্যাপেটাইট বেশি এবং গ্রোথ চাইছেন, তাঁরাই এতে বিনিয়োগ করতে পারেন।
advertisement
11/12
সিদ্ধান্ত:রিস্ক অ্যাপেটাইট: নিশ্চিত রিটার্নের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা বেছে নেওয়া যেতে পারে। সম্ভাব্য গ্রোথের জন্য এসআইপি করা যেতে পারে।
advertisement
12/12
আর্থিক লক্ষ্য:দীর্ঘমেয়াদি উদ্দেশ্যগুলি বিবেচনা করতে হবে এবং কার্যকর ভাবে পরিকল্পনা করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্যালকুলেটরের মতো সরঞ্জামগুলি ব্যবহার করতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Sukanya Samriddhi vs SIP, কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন পাবেন? জেনে নিন