Business Idea: বাড়ি থেকেই এই ব্যবসা করা যায়, সংসার সামলেও দু’হাতে রোজগার করতে পারেন গৃহিণীরা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সংসারের কাজ, স্বামী-সন্তান সামলে কিছু বাড়তি রোজগার করতে চান অনেক মহিলাই। তাঁরা বাড়ি থেকেই ব্যবসা শুরু করতে পারেন।
advertisement
1/8

সংসারের কাজ, স্বামী-সন্তান সামলে কিছু বাড়তি রোজগার করতে চান অনেক মহিলাই। তাঁরা বাড়ি থেকেই ব্যবসা শুরু করতে পারেন। যে কাজে ভাল লাগা বা দক্ষতা রয়েছে, সেটাকেই ব্যবসার রূপ দেওয়া যায়। শুধু সঠিক মানসিকতা এবং সময়কে কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে।
advertisement
2/8
অনলাইন ডেটা এন্ট্রি: বাড়ি থেকে টাকা রোজগারের সবচেয়ে সহজ পথ। শুধু দরকার কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। কম্পিউটারে বিশেষ দক্ষতার প্রয়োজন নেই। শুধু প্রাথমিক জ্ঞান থাকলেই হবে।
advertisement
3/8
অনেক কোম্পানিই ফ্রিলান্সারদের কাছ থেকে ডেটা এন্ট্রির কাজ আউটসোর্স করে। নির্ধারিত ক্ষেত্র থেকে ডেটা নিয়ে ফর্ম পূরণ করতে হবে। ক্যাপচা এন্ট্রির কাজও থাকে। এই কাজে কোনও পুঁজির দরকার নেই।
advertisement
4/8
ক্রেস বা ডে কেয়ার সার্ভিস: চাইল্ড কেয়ার সেন্টার বা বেবি সিটার সার্ভিস দুর্দান্ত হোম বেসড ব্যবসা। একজন মা এই কাজটা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারেন।
advertisement
5/8
বড় শহরে কর্মজীবী দম্পতিদের ক্রেস বা ডে কেয়ার সার্ভিসের প্রয়োজন হয়। খুব বেশি বিনিয়োগের প্রয়োজন নেই। কয়েকটি প্লেপেন, পর্যাপ্ত খেলনা, ডায়াপার, শিশুর খাবার এবং একটি ফার্স্ট এড কিট এই ব্যবসায় শুরু করার জন্য যথেষ্ট!
advertisement
6/8
নেটওয়ার্ক মার্কেটিং: নেটওয়ার্ক মার্কেটিংকে অনেকে মাল্টি লেভেল মার্কেটিংও বলেন। এ দেশে হোম বেসড ব্যবসাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এটাই। লাভের জন্য প্রোডাক্ট বিক্রি করতে হয়। স্বল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যায়। বন্ধু বা আত্মীয়-স্বজনকে এই ব্যবসায় নামানো যায়। তাদের লাভের একটা অংশ মেলে।
advertisement
7/8
বাড়িতে সাবান, মোমবাতি তৈরি: প্রাকৃতিক উপাদান সহ অভিনব সুগন্ধি মোমবাতি এবং সুগন্ধি সাবান্র ব্যাপক চাহিদা রয়েছে। অনেকে গিফট হ্যাম্পার হিসেবে কেনেন। খুব বেশি বিনিয়োগ করতে হয় না। কাঁচামালও সহজে পাওয়া যায়।
advertisement
8/8
অনলাইন সার্ভে: বাজারে কয়েক দশক ধরে অনলাইন সার্ভে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। বহু মানুষ এ থেকে উপার্জন করছেন। বিপণনকারীরা গ্রাহকের ডেটা চায়। তাই কোম্পানি বিভিন্ন পণ্য এবং পরিষেবার উপর অনলাইন সমীক্ষা চালায়। এর জন্য টাকা দিতে হয় না। বিনিয়োগের প্রয়োজন নেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: বাড়ি থেকেই এই ব্যবসা করা যায়, সংসার সামলেও দু’হাতে রোজগার করতে পারেন গৃহিণীরা!