TRENDING:

সুখবর! এবার সস্তায় মিলবে বিদ্যুৎ, ঘোষণা সরকারের

Last Updated:
মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে প্রিপেড মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলিকে মিটার রিডিং, বিল ও কালেকশনের মতো কাজে বাড়তি খরচা করতে হবে না ৷
advertisement
1/4
সুখবর! এবার সস্তায় মিলবে বিদ্যুৎ, ঘোষণা সরকারের
প্রিপেড গ্রাহকদের জন্য সুখবর ৷ এবার থেকে প্রিপেড গ্রাহকরা পেয়ে যাবেন সস্তায় বিদ্যুৎ পরিষেবা ৷ বিদ্যুৎমন্ত্রকের তফে রাজ্যগুলি বলা হয়েছে তাদের Power Regulators দের প্রিপেড বিদ্যুৎ গ্রাহকদের রেট কমানোর জন্য ৷ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে প্রিপেড মিটারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ সংস্থাগপলি মিটার রিডিং, বিল ও কালেকশনের মতো কাজে বাড়তি খরচা করতে হবে না ৷
advertisement
2/4
কী এই প্রিপেড মিটার ? প্রিপেড মিটার সাধারণ মিটারের থেকে আলাদা ৷ এর জন্য উপভোক্তাদের বিদ্যুৎ বিল জমা করার বদলে মোবাইলের মতো আগে থেকে রিচার্জ করতে পারবেন ৷ যত টাকার রিচার্জ করাবেন গ্রাহকরা ততটাই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন ৷ রিচার্জের টাকা শেষ হতেই বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৷ তবে এর আগে গ্রাহকদের মোবাইলে অ্যালার্ট ম্যাসেড চলে আসবে ৷ ম্যাসেজের মাধ্যমে মিটার সম্বন্ধে সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷
advertisement
3/4
আগামী তিন বছরে সমস্ত মিটার স্মার্ট প্রিপেড মিটারে বদলে দেওয়া হবে ৷ ১ এপ্রিল ২০১৯ থেকে ৩ বছরের মধ্যে দেশের সমস্ত মিটার স্মার্ট প্রিপেড মিটারে বদলানোর যোজনা রয়েছে সরকারের ৷ বিদ্যুৎ মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে,‘রাজ্য Power Regulators দের সেই সমস্ত গ্রাহকদের থেকে বিদ্যুতের দাম কম নিতে বলতে পারে যারা প্রিপেড মিটারের মাধ্যমে বিদ্যুতের বিল দেবেন ৷’
advertisement
4/4
মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে এর জেরে মিটার রিডিং, বিল সংগ্রহের মতো খরচ কম করতে সাহায্য হবে ৷ এর জেরে বিদ্যুতের দাম কম করা যেতে পারে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! এবার সস্তায় মিলবে বিদ্যুৎ, ঘোষণা সরকারের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল