গ্রাহকদের জন্য সুখবর! এবার স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা মিলবে বিনামূল্যে
Last Updated:
advertisement
1/4

পয়লা অগাস্ট থেকে গ্রাহকদের জন্য বিনামূল্যে এই পরিষেবা দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক ৷ ১ অগাস্ট থেকে টাকা লেনদেনের সঙ্গে যুক্ত IMPS পরিষেবা এবার গ্রাহকরা পেয়ে যাবেন ফ্রিতে ৷ এছাড়া এসবিআই NEFT ও RTGS চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অনলাইন লেনদেন যেমন NEFT, RTGS, IMPS চার্জ তুলে নেওয়ার পর স্টেট ব্যাঙ্কও গ্রাহকদের জন্য এই পরিষেবা ফ্রি করে দেওয়া হয়েছে ৷
advertisement
2/4
অনলাইন ব্যাঙ্কিংয়ে টাকা লেনদেনের জন্য তিনটি অপশন রয়েছে NEFT, RTGS, IMPS ৷
advertisement
3/4
IMPS মোবাইলের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায় ৷ এই মোড ব্যবহার করে টাকা ট্রান্সফার করা যাবে সহজেই ৷ 24X7 এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে ৷ রিয়েল টাইমে টাকা লেনদেন করা যায় ৷ ছুটির দিনে টাকা ট্রান্সফার করতে চাইলে এই মোড ব্যবহার করা যেতে পারে ৷
advertisement
4/4
এই মোডে ন্যূনতম ১ টাকা ও সর্বোচ্চ ২ লক্ষ টাকা ট্রান্সফার করা যেতে পারে ৷