SBI Hikes FD Interest Rates: State Bank-এর গ্রাহকদের জন্য বিশাল খবর! এফডি-তে সুদের হার বৃদ্ধি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
State Bank of India FD|SBI FD interest|State Bank of India Fixed Deposit Revised Interest Rates|SBI Fixed Deposit Revised Interest Rates|Business: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিশাল খবর
advertisement
1/7

যদি অ্যাকাউন্ট দেশের সব থেকে বড় ব্যাঙ্কে (The largest Bank in India) থেকে থাকে সেক্ষেত্রে বড় সুযোগ রয়েছে আপনার জন্যই ৷ আসলে এসবিআইয়ের (SBI) পক্ষ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হারে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
সাম্প্রতিক সময়ে অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC) এফডিতে (FD) সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
এসবিআইয়ের ওয়েবসাইট (State Bank of India website) সূত্রে জানতে পারা যাচ্ছে যে এক বছর বা তার থেকে বেশি সময়ের এবং ২ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে ০.১০ শতাংশ সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এবার থেকে ১ বছরের বেশি বা ২ বছরের কম ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ৫ শতাংশের বদলে এবার থেকে ৫.১ শতাংশ সুদ পাবেন বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
সুদের এই নতুন হার ১৫ জানুয়ারি ২০২২ (Januray 15, 2022) থেকে কার্যকর হয়েছে ৷ ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) ক্ষেত্রে এই সুদের হার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
অন্যদিকে এক বছরের বেশি ২ বছরের কম মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকদের (FD for Senior Citizen) জন্য সুদের হার ৫.৫ শতাংশর বদলে ৫.৬ শতাংশ বেশি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
তবে অন্য মেয়াদের ক্ষেত্রে এফডিতে সুদের হারে (Interest Rates over FD) কোনও পরিবর্তন করেনি স্টেট ব্যাঙ্ক (SBI) ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI Hikes FD Interest Rates: State Bank-এর গ্রাহকদের জন্য বিশাল খবর! এফডি-তে সুদের হার বৃদ্ধি