State Bank of India FD Scheme: এবার নো চিন্তা! প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কের ধামাকা! প্রকল্পের টাকার সুদ তুলতে পারবেন ATM থেকেই
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
State Bank of India FD Scheme: দেশের সব থেকে বড় ব্যাঙ্কের বড় অঙ্গীকার, ধামাকা প্রকল্পে সুদে ATM থেকেই তুলতে পারবেন
advertisement
1/8

ফিক্সড ডিপোজিটে যাঁরা বিনিয়োগ করে থাকেন তাঁদের জন্য কয়েকটি শর্ত থাকে, তার মধ্যে অন্যতম শর্ত হল মেয়াদ শেষের আগে লক-ইন পিয়িডের আগে টচাকা তুললে জরিমানা দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
কিন্তু এসবিআইয়ের ফিক্সড ডিপোজিটে কোনও লক ইন পিরিয়ড নেই ৷ এরফলে যে কোনও সময়ে টাকা তুলতে পারেন ৷ এই সময়ে টাকা পয়সা সর্বদা লিঙ্কড থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
সময়ের আগে যদি টাকার দরকার পড়ে সেক্ষেত্রে টাকা তোলার সুযোগ থাকছে কোনও রকমের পেনাল্টি দিয়ে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এই স্কিমের জন্য টাকা তুলতে পারবেন এটিএম থেকে যেমন ভাবে সেভিংস অ্যাকাউন্টের টাকা এটিএম কার্ডের মাধ্যমে তুলতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
১,০০০ এর গুণতক রূপে টাকা তুলতে পারেন ৷ টাকা তোলার পরে অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে সেই পরিমাণ টাকার উপরে সুদ পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
যে কোনও ভারতীয়ই এই স্কিমে ১ থেকে ৫ বছরের অবধিতে টাকা জমাতে পারেন ৷ এসবিআইয়ের জন্য প্রবীণ নাগরিকদের জন্য সাধারণ এফডি স্কিমে অতিরিক্ত সুদ পাওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এসবিআইয়ের (MODS) এফডি স্কিমে সাধারণ ফিক্সড ডিপোজিটের মত অতিরিক্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকেরা ৷ এতে ০.৫০ শতাংশ বেশি সুদ পাওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
প্রকল্প থেকে অসুবিধার সময়ে টাকা তোলার ক্ষেত্রে কোনও চিন্তা করার দরকার নেই ৷ কেননা কোনও রকমের জরিমানা দিতে হবেনা এই ক্ষেত্রে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India FD Scheme: এবার নো চিন্তা! প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কের ধামাকা! প্রকল্পের টাকার সুদ তুলতে পারবেন ATM থেকেই