স্টেট ব্যাঙ্কের ন্যাশনাল পেনশন সিস্টেমের এই নিয়মগুলো আগে জানতেন?
Last Updated:
advertisement
1/11

দেশের সমস্ত নাগরিককে সামাজিক নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার নিয়ে ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) চালু করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। (Photo collected)
advertisement
2/11
স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হল, পেনশন সেক্টরের সংস্কার করার জন্য যে নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার, এই সিস্টেম তারই অংশ। এই বিষয়ে যে তথ্যগুলি জেনে রাখা উচিৎ (Photo collected)
advertisement
3/11
১৮ থেকে ৬৫ বছর বয়সীদের একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে হবে। (Photo collected)
advertisement
4/11
প্রতি বছর নূন্যতম ৬,০০০ টাকা রাখতে হবে ওই অ্যাকাউন্টে। (Photo collected)
advertisement
5/11
এনপিএসে দু'ধরনের অ্যাকাউন্ট থাকবে। টায়ার ১ এবং টায়ার ২। প্রতি বছর নূন্যতম ১,০০০ টাকা রাখা যাবে টায়ার ১ অ্যাকাউন্টে। টায়ার ২ অ্যাকাউন্টে রাখার জন্য নূন্যতম অর্থের কোনও বেড়াজাল নেই। (Photo collected)
advertisement
6/11
টায়ার ১ এনপিএস অ্যাকাউন্টটি হল একটি পেনশন অ্যাকাউন্ট। এখান থেকে টাকা তোলা যাবে না। (Photo collected)
advertisement
7/11
মোট অর্থ উপভোক্তার ৬০ বছর বয়স পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছেই জমা থাকবে। (Photo collected)
advertisement
8/11
এনপিএসে কোনও নির্দিষ্ট সুদের হার নেই। (Photo collected)
advertisement
9/11
মার্কেট লিঙ্কড ইনভেস্টমেন্ট রিটার্ন দিচ্ছে এনপিএস। (Photo collected)
advertisement
10/11
বিনিয়োগকারীরা নিজেদের পছন্দমতো পেনশন ফান্ড ম্যানেজারও গ্রহণ করতে পারেন। (Photo collected)
advertisement
11/11
এনপিএসে টাকা রাখলে আয়কর ছাড় পাওয়া যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত। (Photo collected)