SBI বদলে দিল ATM লেনদেনের নিয়ম, আপনারও যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই জেনে নিন !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
ATM Rule Change: এক নজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্ক কী কী পরিবর্তন এনেছে এবং গ্রাহকদের উপর তা ঠিক কী ধরনের প্রভাব ফেলতে চলেছে।
advertisement
1/5

দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের এটিএম লেনদেনের নিয়ম পরিবর্তন করেছে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, SBI তার ATM লেনদেন চার্জ এবং বিনামূল্যে ব্যবহারের সীমা পরিবর্তনের ঘোষণা করেছে। এক নজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্ক কী কী পরিবর্তন এনেছে এবং গ্রাহকদের উপর তা ঠিক কী ধরনের প্রভাব ফেলতে চলেছে।
advertisement
2/5
বিনামূল্যে লেনদেনের সীমা পরিবর্তন -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন বিনামূল্যে এটিএম লেনদেনের সংখ্যা পরিবর্তন করেছে। এই পরিবর্তনের অধীনে, সমস্ত গ্রাহক, সে তাঁরা মেট্রো বা নন-মেট্রো শহর যেখানেই বসবাস করুক না কেন, প্রতি মাসে SBI এটিএম-এ ১০টি বিনামূল্যে লেনদেন এবং অন্যান্য ব্যাঙ্ক এটিএম-এ ৫টি বিনামূল্যে লেনদেনের অধিকারী হবেন। যে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার গড় মাসিক ব্যালেন্স বজায় রাখেন, তাঁদের জন্য অন্যান্য ব্যাঙ্কের এটিএমগুলিতে ৫টি বিনামূল্যে লেনদেনের অনুমতি দেওয়া হবে৷
advertisement
3/5
৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকার মধ্যে যাঁদের ব্যালেন্স আছে, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, ১ লাখ টাকার বেশি গড় মাসিক ব্যালেন্স (AMB) বজায় রাখা অ্যাকাউন্টধারীরা SBI এবং অন্যান্য ব্যাঙ্কের ATM উভয় ক্ষেত্রেই সীমাহীন বিনামূল্যে লেনদেন উপভোগ করতে পারবেন। অর্থাৎ তাঁদের জন্য টাকা তোলার কোনও সীমা থাকবে না।
advertisement
4/5
এটিএম সার্ভিস চার্জেও এসেছে পরিবর্তন -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার এটিএম-এর উপর আরোপিত চার্জও পরিবর্তন করেছে। ব্যাঙ্কের নিয়ম অনুসারে, একবার বিনামূল্যের ATM লেনদেনের সীমা শেষ করে ফেললে, মেট্রো বা নন-মেট্রো শহর নির্বিশেষে SBI ATM-এ প্রতিটি লেনদেনে ১৫ টাকা + GST চার্জ ধার্য করা হবে। কেউ যদি অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করেন, তাহলে এই চার্জ হবে ২১ টাকা + GST। তবে, বিনামূল্যের সীমার পরে ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট ইত্যাদি পরিষেবাগুলির জন্য SBI ATM ব্যবহারে কোনও চার্জ দিতে হবে না৷ যদি কেউ অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করেন, তাহলে প্রতি ক্ষেত্রে ১০ টাকা + GST চার্জ করা হবে।
advertisement
5/5
গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে অপর্যাপ্ত তহবিলের কারণে এটিএম লেনদেন ব্যর্থ হলে ২০ টাকা + জিএসটি জরিমানা দিতে হবে। ১ মে, ২০২৫ থেকে, SBI গ্রাহকদের তাঁদের বিনামূল্যের মাসিক সীমা অতিক্রম করার পরে প্রতি লেনদেনে ২৩ টাকা ATM ফি বাবদ দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI বদলে দিল ATM লেনদেনের নিয়ম, আপনারও যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই জেনে নিন !