TRENDING:

৭৫ হাজার টাকা Standard Deduction, কিন্তু সমস্ত করদাতার জন্য নয়, কারা এই ছাড় পাবেন না দেখে নিন

Last Updated:
Standard Deduction: বর্তমানে নতুন এবং পুরনো, দুটি কর ব্যবস্থাই চালু রয়েছে। দুটি কর ব্যবস্থাতেই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ নামে বিশেষ ছাড় পাওয়া যায়। এতে করদাতা তাঁর আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান। ফলে করযোগ্য আয় কমে যায়।
advertisement
1/9
৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, কিন্তু সমস্ত করদাতার জন্য নয়, কারা এই ছাড় পাবেন না?
আয়কর একটা জটিল প্রক্রিয়া। অনেক রকমের হিসেব নিকেশ করতে হয়, বিশেষ করে পুরনো কর ব্যবস্থায়। এই করতে গিয়ে ভুলও হয়। হিমশিম খান করদাতারা। তাই কর ব্যবস্থাকে সহজ করতে নতুন কর কাঠামো চালু করেছে কেন্দ্র সরকার। Representative Image
advertisement
2/9
বর্তমানে নতুন এবং পুরনো, দুটি কর ব্যবস্থাই চালু রয়েছে। দুটি কর ব্যবস্থাতেই ‘স্ট্যান্ডার্ড ডিডাকশন’ নামে বিশেষ ছাড় পাওয়া যায়। এতে করদাতা তাঁর আয় থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড় পান। ফলে করযোগ্য আয় কমে যায়। Representative Image
advertisement
3/9
নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ৭৫,০০০ টাকা ছাড় পাওয়া যায়। পুরনো কর ব্যবস্থায় ৫০ হাজার টাকা। তবে চাইলেই সবাই স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান না। কারা এই সুবিধা পাবেন আর কারা পাবেন না, দেখে নেওয়া যাক। Representative Image
advertisement
4/9
স্ট্যান্ডার্ড ডিডাকশন কী: চাকরিজীবীরা আগে পরিবহণ ভাতা, মেডিক্যাল রিইম্বার্সমেন্টের মতো ছোটখাটো কর ছাড় পেতেন। কিন্তু এগুলোর হিসেব রাখা ছিল ঝামেলার। কর্মী, কোম্পানি এবং সরকার, সবার কাছেই ছিল বিরক্তিকর বিষয়। Representative Image
advertisement
5/9
এই জটিলতা দূর করতে সরকার সব ছোট ছোট কর ছাড় বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় দেওয়ার নিয়ম চালু করে। এই ছাড়ই স্ট্যান্ডার্ড ডিডাকশন নামে পরিচিত। এতে নির্দিষ্ট পরিমাণ টাকা করযোগ্য আয় থেকে বাদ দেওয়া হয়। Representative Image
advertisement
6/9
কী সুবিধা পাওয়া যায়: ধরে নেওয়া যাক, কারও বার্ষিক আয় ১৩ লাখ টাকা। নতুন কর ব্যবস্থায় ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হওয়ায় তাঁর করযোগ্য আয় কমে দাঁড়াবে ১২.২৫ লাখ টাকা। এবারের বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে শুধু নতুন কর ব্যবস্থাতেই এই সুবিধা পাওয়া যাবে। Representative Image
advertisement
7/9
মূলত চাকরিজীবীরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান। সরকারি ও বেসরকারি পেনশনভোগীরাও এর আওতায় আসেন। প্রবীণ নাগরিক এবং যাঁদের বয়স ৮০ বছরের বেশি তাঁরাও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা নিতে পারেন।
advertisement
8/9
সেলফ এমপ্লয়েড বা ব্যবসায়ীরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান না। যাঁদের আয় সুদ, ভাড়া বা ক্যাপিটাল গেইন থেকে হয়, তাঁরাও এই সুবিধা নিতে পারবেন না। কোম্পানি, ফার্ম বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবে না।
advertisement
9/9
কর বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা বিভিন্ন খরচ দেখিয়ে কর ছাড় পান, কিন্তু চাকরিজীবীদের সে সুযোগ কম। তাই তাঁদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বিশেষভাবে উপকারী। সরকার চাকরিজীবী ও পেনশনভোগীদের করের চাপ কমানোর জন্যই এই সুবিধা চালু করেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৭৫ হাজার টাকা Standard Deduction, কিন্তু সমস্ত করদাতার জন্য নয়, কারা এই ছাড় পাবেন না দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল