সাধারন মানুষের জন্য ঝটকা ! দাম বাড়ল প্রতিদিনের ব্যবহারের এই জিনিসের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
৫-৬ শতাংশ দাম বাড়বে সাবানের
advertisement
1/4

Budget 2020: বাজেটের আগেই মধ্যবিত্তের মাথায় হাত! সাবানের দাম বাড়ল হিন্দুস্তান ইউনি লিভার (Hindustan Unilever), এফএমসিজি কোম্পানি। তাঁরা ঘোষণা করেছে যে ধাপে ধাপে ব্দানানের দাম বাড়াবে ৬ শতাংশ। সংস্থা জানিয়েছে যে পাম তেলের দাম বাড়তে থাকার জন্য এই পদক্ষেপ।
advertisement
2/4
এই কোম্পানির জনপ্রিয় ব্র্যান্ডগুলি হচ্ছে - ডাভ, লাক্স, লাইফবয়, পিয়ার্স, হামাম, লিরিল আর রেক্সোনা। এই সব সাবানের দাম বাড়বে ৫ থেকে ৬ শতাংশ
advertisement
3/4
হিন্দুস্তান ইউনি লিভারের মুখ্য অর্থ সচিব শ্রীনিবাস পাঠক বলেছেন যে গত ৬ মাসে পাম তেলের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। এর ফলে জিনিসের দাম বাড়বে ৫ থেকে ৬ শতাংশ।
advertisement
4/4
ডিসেম্বর ২০১৯, শেষ HUL-এর লাভ ১২.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে 1,631 কোটি টাকা হয়েছে। এর সঙ্গেী কোম্পানির বিক্রি বেড়েছে ৩.৭ শতাংশ, ৯,৯৫৩ কোটি টাকা।