TRENDING:

How To Become Crorepati: এখন ২৮ বছর বয়স ? কত টাকার SIP করলে ৫০ বছর বয়সে ৩ কোটি টাকা পাওয়া সম্ভব? হিসেব দেখে নিন

Last Updated:
SIP Investment Tips: নিজেদের কেরিয়ার শুরু করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ চাকরিতে ঢোকার প্রথম থেকেই বিনিয়োগ শুরু করা প্রয়োজন। ভবিষ্যতের কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যাবে, তত বেশি লাভ হতে পারে। 
advertisement
1/7
এখন ২৮ বছর বয়স ? কত টাকার SIP করলে ৫০ বছর বয়সে ৩ কোটি টাকা পাওয়া সম্ভব?
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
2/7
অধিকাংশ ইক্যুইটি ফান্ডে ২০২৩ সালের রিটার্ন ৫০ শতাংশের বেশি ছিল। ভবিষ্যতেই একই হারে রিটার্ন মিলবে, তা বলা যায় না। তবে গত কয়েক বছর অনেক মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
advertisement
3/7
মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। একটানা বিনিয়োগ করে গেলে ২৫ বছরে কোটি টাকার রিটার্ন মিলতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়। তবে চাইলে বিনিয়োগের পরিমাণ বাড়ানোও যায়।
advertisement
4/7
সেক্ষেত্রে নিজেদের কেরিয়ার শুরু করার সঙ্গে সঙ্গেই অর্থাৎ চাকরিতে ঢোকার প্রথম থেকেই বিনিয়োগ শুরু করা প্রয়োজন। ভবিষ্যতের কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করা যাবে, তত বেশি লাভ হতে পারে।
advertisement
5/7
যদি কেউ ২৮ বছর বয়স থেকে SIP-তে বিনিয়োগ শুরু করেন এবং ৫০ বছর বয়সে ৩ কোটি টাকার ফান্ড গড়ে তুলতে চান, তাহলে তাঁকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা SIP-তে বিনিয়োগ করতে হবে। ২৮ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করলে ৫০ বছরে ৩ কোটি টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে মিউচুয়াল ফান্ডের SIP-তে বিনিয়োগ করে।
advertisement
6/7
[caption id="attachment_2175427" align="alignnone" width="1200"] মিউচুয়াল ফান্ডের SIP-তে রিটার্নের কোনও নির্দিষ্ট সীমা নেই। কিন্তু, প্রতি বছরে গড়ে ১২% হারে রিটার্ন পাওয়া যেতে পারে। SIP ক্যালকুলেটর অনুযায়ী সুদের হার প্রতি বছরে ১২% ধরে হিসেব করা হয়ে থাকে। এর থেকেই রিটার্নের একটি আন্দাজ পাওয়া যায়।</dd> <dd>[/caption]
advertisement
7/7
অ্যাঞ্জেল ওয়ান SIP ক্যালকুলেটর অনুযায়ী কেউ যদি ২৮ বছর বয়স থেকে প্রতি মাসে ২৩,২০০ টাকা করে SIP-তে বিনিয়োগ করেন, তাহলে ৫০ বছরে অর্থাৎ মোট ২২ বছর ধরে একটানা বিনিয়োগ করে যেতে হবে। প্রতি বছরে ১২% সুদের হিসাবে ৫০ বছরে মোট ৩,০০,৬৪,৭৮৬ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে। অ্যাঞ্জেল ওয়ান SIP ক্যালকুলেটর অনুযায়ী আগামী ২২ বছরে SIP-তে মোট বিনিয়োগ করা হবে ৬১,২৪,৮০০ টাকা। এতে সুদ হিসাবে পাওয়া যাবে মোট ২,৩৯,৩৯, ৯৮৬ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How To Become Crorepati: এখন ২৮ বছর বয়স ? কত টাকার SIP করলে ৫০ বছর বয়সে ৩ কোটি টাকা পাওয়া সম্ভব? হিসেব দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল