TRENDING:

SIP Investment Tips: SIP-তে নিয়মিত বিনিয়োগ করছেন? আরও বেশি পরিমাণে রিটার্ন পেতে চাইলে মাথায় রাখুন এই ৫টি বিষয়

Last Updated:
SIP Investment Tips: আসলে অনেকেই এককালীন হিসেবে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন না। সেক্ষেত্রে সহায় হতে পারে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)।
advertisement
1/6
SIP-তে নিয়মিত বিনিয়োগ করছেন? আরও বেশি পরিমাণে রিটার্ন পেতে চাইলে মাথায় রাখুন এই ৫টি বিষয়
যাঁরা শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগের ঝুঁকি গ্রহণ করতে চান না, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড তাঁদের জন্য একটি ভাল বিকল্প হয়ে উঠতে পারে। কারণ এখানে বিনিয়োগকারীদের ঝুঁকি কিছুটা কম থাকে। আসলে অনেকেই এককালীন হিসেবে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারেন না। সেক্ষেত্রে সহায় হতে পারে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। আসলে এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। বিনিয়োগকারীরা প্রতি মাসে এসআইপি-তে অল্প পরিমাণে বিনিয়োগ করতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা এমন ৫টি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলি মাথায় রাখলে বিনিয়োগকারী এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন অর্জন করতে পারবেন।
advertisement
2/6
বিনিয়োগের ক্ষেত্রে বিলম্ব করা চলবে না:এসআইপি-র সবচেয়ে বড় সুবিধাগুলির মধ্যে অন্যতম হল - চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের ক্ষমতা। ফলে বিনিয়োগকারী যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত বড় ফান্ড তৈরি করতে পারবেন। এর মাধ্যমে বিনিয়োগকারী স্বল্প বিনিয়োগের মাধ্যমেও সময়ের সঙ্গে সঙ্গে বিশাল মূলধন অর্জন করতে পারেন। আসলে দেরিতে বিনিয়োগ শুরু করার ফলে চক্রবৃদ্ধির পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারা যাবে না।
advertisement
3/6
সঠিক ফান্ড নির্বাচন করতে হবে:সব মিউচুয়াল ফান্ড এক রকম হয় না। বিনিয়োগকারীর অতীতের পারফরম্যান্স, ব্যয়ের অনুপাত এবং ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ফান্ডের বিষয়ে গবেষণা করা উচিত। বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বিনিয়োগের লক্ষ্যের সঙ্গে মেলে, এমন ফান্ড বেছে নিতে হবে। তা সে ইক্যুইটি, ডেট অথবা হাইব্রিড ফান্ডই হোক না কেন!
advertisement
4/6
নিজের পোর্টফোলিও পর্যালোচনা করা জরুরি:বিনিয়োগ করে তা ভুলে যাওয়ার অভ্যাস করা চলবে না। বিনিয়োগকারীর এসআইপি পোর্টফোলিও নিয়মিত পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। এতে তিনি নিজের প্রয়োজন অনুযায়ী পোর্টফোলিওতে পরিবর্তন আনতে পারবেন। যেসব ফান্ড ধারাবাহিক ভাবে নিজেদের বেঞ্চমার্কের তুলনায় ভাল পারফর্ম করছে, সেগুলির উপর নজর রাখতে হবে। যদি বিদ্যমান বিনিয়োগগুলি খারাপ পারফর্ম করে, তাহলে ফান্ড তুলে নেওয়ার এবং আরও ভাল বিকল্পে বিনিয়োগ করার কথা বিবেচনা করতে হবে।
advertisement
5/6
মানতে হবে নিয়মানুবর্তিতা:বাজারের উত্থান-পতন অনেক সময় হতাশা বয়ে আনতে পারে। কিন্তু এসআইপি-তে সাফল্যের চাবিকাঠি হল - নিয়মানুবর্তিতা বজায় রাখা। বাজারের মন্দার সময়েও বিনিয়োগ চালিয়ে যাওয়ার ফলে বিনিয়োগকারী কম দামে আরও ইউনিট কিনতে পারবেন। যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে পারচেজ কস্টের গড় হিসেব বার করতে হবে (যাকে Rupee Cost Averaging-ও বলা হয়)। আতঙ্কিত হওয়া চলবে না এবং বিনিয়োগ বন্ধ করা চলবে না।
advertisement
6/6
ধীরে ধীরে এসআইপি-র পরিমাণ বাড়াতে হবে (স্টেপ-আপ SIP):আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীকে এসআইপি-র পরিমাণ বাড়ানোর কথা বিবেচনা করতে হবে। ধাপে ধাপে এই পদক্ষেপ গ্রহণের পদ্ধতি তাঁকে মিউচুয়াল ফান্ডের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে তাঁদের বিনিয়োগগুলি মুদ্রাস্ফীতি এবং তাঁদের ক্রমবর্ধমান আর্থিক লক্ষ্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Investment Tips: SIP-তে নিয়মিত বিনিয়োগ করছেন? আরও বেশি পরিমাণে রিটার্ন পেতে চাইলে মাথায় রাখুন এই ৫টি বিষয়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল