SIP Magic: ৬০ বছর পর্যন্ত কাজ করতে হবে না, ৪৮ বছর বয়সেই হওয়া যাবে কোটিপতি, হিসেবটা শুধু বুঝে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
SIP-এর বিভিন্ন ফর্মুলা রয়েছে, যা ধামাকা রিটার্ন দিতে সাহায্য করে। সেই অনুসারে চললে SIP-এর জাদুতে আর ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে হবে না, ৪৮ বছর বয়সেই হওয়া যাবে কোটিপতি।
advertisement
1/7

কেন বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ, এর উত্তর শিশুও দিতে পারবে। সঞ্চিত সম্পদ যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায়, সেটাই আমরা সকলে আশা করে থাকি। কিন্তু বিনিয়োগ করার সময়ে মূল্যস্ফীতির দিকেও নজর দেওয়া দরকার। কারণ টাকা শুধু জমিয়ে গেলেই হবে না। তা এমন ভাবেই জমাতে হবে যাতে জিনিসপত্রের দাম ভবিষ্যতে যে জায়গাতেই পৌঁছে যাক না কেন, তার মোকাবিলা করতে অসুবিধা না হয়!
advertisement
2/7
এই কারণেই এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। কেন না, এখানে রিটার্নের পরিমাণ অনেকটাই বেশি হয়ে থাকে। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
3/7
অধিকাংশ ইক্যুইটি ফান্ডে ২০২৩ সালের রিটার্ন ৫০ শতাংশের বেশি ছিল। ভবিষ্যতেই একই হারে রিটার্ন মিলবে, তা বলা যায় না। তবে গত কয়েক বছর অনেক মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
advertisement
4/7
SIP-এর বিভিন্ন ফর্মুলা রয়েছে, যা ধামাকা রিটার্ন দিতে সাহায্য করে। সেই অনুসারে চললে SIP-এর জাদুতে আর ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে হবে না, ৪৮ বছর বয়সেই হওয়া যাবে কোটিপতি।
advertisement
5/7
SIP-এর এমনই একটি জনপ্রিয় ফর্মুলা রয়েছে। যাকে ১২×১২×২৪ বলা হয়ে থাকে। যা কম সময়ে ভাল রিটার্ন দিতে পারে। এই ফর্মুলার মাধ্যমে ২৪ বছর বয়স থেকেই প্রতি মাসে SIP-এর মাধ্যমে ১২,০০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
advertisement
6/7
এই বিনিয়োগ একটানা ২৪ বছর পর্যন্ত করে যেতে হবে কোনও বাধা ছাড়াই। প্রতি বছরে ১২% রিটার্ন হিসাবে ২৪ বছরে সেই ফান্ড ২ কোটি টাকায় পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রতি মাসে ১২,০০০ টাকা করে বিনিয়োগ করলে, ২৪ বছরে মোট বিনিয়োগ হবে ৩৪.৫৬ লাখ টাকা। ২৪ বছরে মোট সুদ হিসাবে পাওয়া যাবে ১.৬৬ কোটি টাকা। সুতরাং, স্পষ্টই দেখা যাচ্ছে যে ২৪ বছরে মোট ২ কোটি টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব।
advertisement
7/7
SIP-এর এই ১২×১২×২৪ ফর্মুলায় ৪৮ বছর বয়সেই গড়ে তোলা যেতে পারে মোটা টাকার ফান্ড। তবে, SIP-এর এই ফর্মুলায় মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য কম বয়স থেকেই বিনিয়োগ শুরু করতে হবে। একই সঙ্গে ভাল রিটার্ন পাওয়ার জন্য একটানা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে হবে। তবেই না ৪৮ বছর বয়সে কোটিপতি হওয়া সম্ভব হবে!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Magic: ৬০ বছর পর্যন্ত কাজ করতে হবে না, ৪৮ বছর বয়সেই হওয়া যাবে কোটিপতি, হিসেবটা শুধু বুঝে নিন