SIP Investment Calculator: মাসের শুরুতেই, মাঝামাঝি না কি শেষে! কোন সময় SIP-তে বিনিয়োগ করা উচিত? সঠিক উত্তরটা অনেকেই জানেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
SIP Investment Calculator: যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেন, তাঁদের ক্ষেত্রে খুব একটা ফারাক পড়ে না। কিন্তু স্বল্পমেয়াদে বাজারের উত্থান-পতন থেকে ফায়দা তোলার জন্য সঠিক দিন নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ।
advertisement
1/9

মাস পয়লায়, মাঝামাঝি না কি শেষে! ঠিক কোন সময় এসআইপিতে বিনিয়োগ করা উচিত? অনেকেই বিষয়টা জানেন না। আসলে সঠিক সময় নির্বাচন করতে পারলে রিটার্ন বেশি পাওয়া যায়। তাই এটা জানা জরুরি।
advertisement
2/9
যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেন, তাঁদের ক্ষেত্রে খুব একটা ফারাক পড়ে না। কিন্তু স্বল্পমেয়াদে বাজারের উত্থান-পতন থেকে ফায়দা তোলার জন্য সঠিক দিন নির্বাচন করাটা গুরুত্বপূর্ণ। এখন মাসের কোন তারিখে এসআইপি করলে বেশি রিটার্ন মিলতে পারে দেখে নেওয়া যাক।
advertisement
3/9
প্রথমে জেনে নেওয়া যাক, বিনিয়োগের জন্য সঠিক দিন নির্বাচন করা কেন গুরুত্বপূর্ণ। এর পিছনে রয়েছে রুপি কস্ট অ্যাভারেজের খেলা। মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার সময় এই গড় করা হয়। তাই শুরুতে অর্থাৎ বিনিয়োগের সময় বাজারের অবস্থা কেমন ছিল, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
advertisement
4/9
অনেকেই মাস পয়লায় এসআইপিতে বিনিয়োগ করেন। এর সুবিধা হল, বাজেট সম্পর্কে বিনিয়োগকারীর কাছে স্পষ্ট ধারণা থাকে। তাঁর হাতে আর কত টাকা রইল। যাইহোক এটা অধিকাংশ সময় শেয়ার বাজারের প্রাথমিক প্রবণতার উপর নির্ভর করে।
advertisement
5/9
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, মাসের মাঝামাঝি এসআইপিতে বিনিয়োগই লাভজনক। গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। বাজারের ওঠানামা থেকে লাভ পাওয়া যায়। দেখা গিয়েছে, যে সব বিনিয়োগকারী মাসের মাঝামাঝি বিনিয়োগ করেছেন, তাঁরা গড় রিটার্ন অন্যান্য সময়ের তুলনায় ভাল পেয়েছেন।
advertisement
6/9
মাসের শেষে এসআইপি করলেও বাজার ট্রেন্ডের সুবিধা পাওয়া যায়। তবে সবসময় নয়। এই পদ্ধতি তখনই কাজে লাগে যখন বাজার ট্রেন্ড নেতিবাচক থেকে ইতিবাচক হয়। তাই এই সময় এসআইপি করলে একটা ঝুঁকি থেকেই যায়।
advertisement
7/9
গবেষণা এবং আর্থিক বিশেষজ্ঞদের মতে, এসআইপি-এর তারিখ রিটার্নের উপর খুব একটা প্রভাব ফেলে না। তবে বাজারের অবস্থা মূল্যায়ন করার পরে মাঝামাঝি সময় অর্থাৎ মাসের ১৫ তারিখ করে এসআইপি বিনিয়োগ থেকে অপেক্ষাকৃত বেশি লাভ মিলতে পারে।
advertisement
8/9
যাঁরা ১০ বছরের বেশি সময় অর্থাৎ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছেন, তাঁদের জন্য এসআইপি-এর তারিখ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নিয়মিত বিনিয়োগ করে যাওয়াটাই আসল। কিছু এএমসি এসআইপি বিনিয়োগের তারিখ বদলের অনুমতি দেয়। বিনিয়োগকারী তারিখের গুরুত্ব অনুযায়ী নিজের মতো বিনিয়োগ পরিকল্পনা সাজাতে পারেন।
advertisement
9/9
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, বাজারের ট্রেন্ড এবং নিজের আর্থিক পরিস্থিতি বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বিনিয়োগ সহজ হয়ে যায়। রিটার্নও ভাল মেলে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Investment Calculator: মাসের শুরুতেই, মাঝামাঝি না কি শেষে! কোন সময় SIP-তে বিনিয়োগ করা উচিত? সঠিক উত্তরটা অনেকেই জানেন না