TRENDING:

আধার এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করা নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় জানেন তো ?

Last Updated:
নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভারতের জনগণদের নিজেদের ভোটার আইডির সঙ্গে তাদের আধার নম্বর লিঙ্ক করতে অনুপ্রাণিত করাই এই সময়সীমা বৃদ্ধির মূল উদ্দেশ্য৷
advertisement
1/6
আধার এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করা নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় জানেন তো ?
সরকার ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার সময়সীমা ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বাড়িয়েছে৷ ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে, ভারতের জনগণদের নিজেদের ভোটার আইডির সঙ্গে তাদের আধার নম্বর লিঙ্ক করতে অনুপ্রাণিত করাই এই সময়সীমা বৃদ্ধির মূল উদ্দেশ্য৷
advertisement
2/6
এছাড়াও এর মাধ্যমে ভোটারদের পরিচয় প্রতিষ্ঠা করা এবং তাদের ভোটার তালিকায় এন্ট্রি করার কাজ আরও সহজ হবে। এক নজরে তাই দেখে নেওয়া যাক ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক করার পদ্ধতি -
advertisement
3/6
স্টেপ ১ - এর জন্য প্রথমেই ভিজিট করতে হবে NVSP.in স্টেপ ২ - এরপর ‘Forms’ অপশনে ক্লিক করতে হবে। স্টেপ ৩ - আগে থেকেই রেজিস্টার করা থাকলে, নিজেদের ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এন্টার করে ‘Login’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
4/6
স্টেপ ৪ - আগে থেকে রেজিস্টার করা না থাকলে, ‘Don’t have account, Register as a new user’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে দুটি ট্যাব দেখতে পাওয়া যাবে - ‘I have EPIC number’ এবং ‘I don’t have EPIC number।’ প্রথম ট্যাব সিলেক্ট করলে EPIC নম্বর এন্টার করতে হবে এবং ই-মেল ও পাসওয়ার্ড দিতে হবে। সেকেন্ড ট্যাব সিলেক্ট করলে নিজেদের নাম, ই-মেল এবং পাসওয়ার্ড এন্টার করতে হবে। যে কোনও একটি অপশন সিলেক্ট করে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে। স্টেপ ৫ - লগইন করার পরে ‘Forms’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Form 6B’ অপশন বেছে নিতে হবে। এরপর ‘self’ অপশনে ক্লিক করে নিজেদের রাজ্য এবং বিধানসভা/ লোকসভা বেছে নিতে হবে। স্টেপ ৬ - এরপর নিজেদের ব্যক্তিগত তথ্য, ওটিপি, আধার নম্বর এন্টার করে ‘Preview’ বাটনে ক্লিক করতে হবে।
advertisement
5/6
স্টেপ ৭ - এরপর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে নিজেদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করা যাবে।
advertisement
6/6
এক্ষেত্রে সকলের মনে রাখা প্রয়োজন যে, ভোটার আইডির সঙ্গে নিজেদের আধার লিঙ্ক করার জন্য, ভোটার হেল্পলাইন অ্যাপ, ভোটার আইডি বা EPIC নম্বর এবং আধার নম্বরের প্রয়োজন হবে। কোনও বিভ্রান্তির ক্ষেত্রে বা আরও বিস্তারিত জানার জন্য আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আধার এবং ভোটার আইডি কার্ড লিঙ্ক করা নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় জানেন তো ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল