TRENDING:

একাধিক SIM বা নম্বরের জন্য কোনও চার্জ দিতে হবে না !

Last Updated:
SIM Card: আজকাল অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। কর্মক্ষেত্রের জন্য একটা সিম কার্ড আবার বাড়ির জন্য আলাদা সিম কার্ড রাখেন।
advertisement
1/6
একাধিক SIM বা নম্বরের জন্য কোনও চার্জ দিতে হবে না !
একাধিক সিম বা নম্বর রাখলে চার্জ দিতে হবে বলে সম্প্রতি বেশ কিছু খবর সামনে এসেছিল। এই নিয়ে তীব্র হইচই শুরু হয়। এরপর শুক্রবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রকাশ করা হয়েছে।
advertisement
2/6
ট্রাই একটি বিবৃতিতে জানিয়েছে, “…বেশ কিছু মিডিয়া হাউজ রিপোর্ট করেছে যে সীমিত সংস্থানের যথাযথ বরাদ্দ নিশ্চিত করতে মোবাইল এবং ল্যান্ডলাইন নম্বর রাখার জন্য চার্জ আরোপ করার প্রস্তাব দিয়েছে ট্রাই। অনুমান করা হচ্ছে, একাধিক সিম কার্ড রাখার জন্য গ্রাহকের কাছ থেকে চার্জ নেওয়া হতে পারে”।
advertisement
3/6
এরপর বিবৃতিতে স্পষ্টভাবে ট্রাই বলেছে, “একাধিক সিম রাখার জন্য কোনও চার্জ আরোপ করার ইচ্ছা ট্রাই-এর নেই। এসব গুজব ছড়ানো লোকজন শুধু জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ধরনের দাবি বা খবরে বিশ্বাস করবেন না। টেলিকম সংক্রান্ত যে কোনও খবরের জন্য শুধুমাত্র ট্রাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখুন। জনগণের স্বার্থ নিশ্চিত করা এবং সবার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করাই ট্রাইয়ের পলিসি”।
advertisement
4/6
আজকাল অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। রাজনীতিবিদ, অভিনেতা, শিল্পপতি থেকে সাধারণ মানুষ - কর্মক্ষেত্রের জন্য একটা সিম কার্ড আবার বাড়ির জন্য আলাদা সিম কার্ড রাখেন। এই পরিস্থিতিতে একাধিক সিম বা নম্বরের জন্য চার্জ আরোপের খবর সামনে আসতেই বিতর্ক শুরু হয়। এবার সেই বিতর্কের অবসান করল ট্রাই। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, কোনওরকম চার্জ আরোপ করা হচ্ছে না। এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সাধারণ মানুষ।
advertisement
5/6
টেলিকম আইডেন্টিফায়ার (টিআই) সংস্থাগুলির অভিভাবক হিসাবে টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), ২০২২-এর ২৯ সেপ্টেম্বর রেফারেন্সের মাধ্যমে ট্রাই-এর সঙ্গে যোগাযোগ করেছিল। সেখানে দেশে দক্ষ ব্যবস্থাপনা এবং ন্যায়সঙ্গত ব্যবহারের জন্য সংশোধিত জাতীয় নম্বর পরিকল্পনা সম্পদের সংখ্যা নির্ধারণের জন্য সুপারিশ চাওয়া হয়।
advertisement
6/6
সেই প্রেক্ষিতে ন্যাশনাল নাম্বারিং প্ল্যান সংশোধন নিয়ে কনসালটেশন পেপার জারি করেছিল ট্রাই। সেখান থেকেই বিভ্রান্তি ছড়ায়। ট্রাই বলেছে, “কনসালটেশন পেপারের ভুলভাবে উপস্থাপনা করার ঘটনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান এবং তীব্র নিন্দা করি”।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
একাধিক SIM বা নম্বরের জন্য কোনও চার্জ দিতে হবে না !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল