Shocking Gold Price: এক ধাক্কায় বিপুল দাম বেড়ে গেল সোনার, জেনে নিন ১ গ্রামের লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Shocking Gold Price: ভারতে উৎসব ও বিবাহের মরশুম শুরু হওয়ায় সোনার চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে, যার ফলেই জোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম লাফিয়ে বাড়ছে বলে মনে করা হচ্ছে ।
advertisement
1/5

সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা ! একই দিনে দ্বিতীয়বার বাড়ল সোনালি ধাতুর দাম ৷ বিনিয়োগকারীরা যেমন অবাক, তেমনি সাধারণ ক্রেতারাও চিন্তিত। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হু হু করে বাড়ল প্রতি গ্রাম সোনার দাম ৷ বহু বিনিয়োগকারী এখন শেয়ার বাজারের অস্থিরতা থেকে সরে এসে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।এছাড়াও, ভারতে উৎসব ও বিবাহের মরশুম শুরু হওয়ায় সোনার চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ছে, যার ফলেই জোগানের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম লাফিয়ে বাড়ছে বলে মনে করা হচ্ছে ।
advertisement
2/5
বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলোতে যদি অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকে, তাহলে সোনালি ধাতুর দাম আরও বাড়তে পারে। বিশ্ববাজারে সোনার চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম নির্ধারিত হয়। নিউইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুরের মত জায়গায় সোনার ফিউচার প্রাইসও প্রভাব ফেলে। যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় অথবা মন্দার আশঙ্কা থাকে, তখন মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকে, ফলে দাম বাড়ে।
advertisement
3/5
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
advertisement
4/5
সোমবার ৪ অগাস্ট কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৫১৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৮১৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১২৩৬৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Shocking Gold Price: এক ধাক্কায় বিপুল দাম বেড়ে গেল সোনার, জেনে নিন ১ গ্রামের লেটেস্ট দাম