TRENDING:

প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, মাত্র ১ লাখ টাকা বিনিয়োগে মিলবে ২৬ হাজার টাকা সুদ, জানুন কীভাবে?

Last Updated:
এই প্রতিবেদনে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এমনই কয়েকটি ব্যাঙ্কের হদিশ দেওয়া হল।
advertisement
1/6
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, মাত্র ১ লাখ টাকা বিনিয়োগে মিলবে ২৬ হাজার টাকা সুদ
ভবিষ্যত সুরক্ষিত করতে চাইলে বিনিয়োগ একমাত্র পথ। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং সদ্য যাঁরা চাকরি থেকে অবসর নিতে চলেছেন, তাঁদের বার্ধক্য জীবন সুরক্ষিত করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা উচিত। এক্ষেত্রে প্রথমেই মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথা। আশার কথা হল, ব্যাঙ্ক সাধারণ গ্রাহকের তুলনায় প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বাড়তি সুদ দিচ্ছে।
advertisement
2/6
এই প্রতিবেদনে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে এমনই কয়েকটি ব্যাঙ্কের হদিশ দেওয়া হল। এখানে যদি ১ লাখ টাকা বিনিয়োগ করা হয় তাহলে শুধু সুদ থেকেই ২৬ হাজার টাকা আয় হবে। ৩ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া সুদের হার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য রইল এখানে।
advertisement
3/6
অ্যাক্সিস ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দিচ্ছে: বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে অ্যাক্সিস ব্যাঙ্ক পরিচিত নাম। গ্রাহকরা বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারেন। প্রবীণ নাগরিকদের ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটে ৭.৬০ শতাংশ হারে সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। অর্থাৎ এই স্কিমে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে ১.২৫ লাখ টাকা রিটার্ন মিলবে।
advertisement
4/6
ব্যাঙ্ক অফ বরোদায় প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৭৫ শতাংশ: ব্যাঙ্ক অফ বরোদা প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৩ বছর পর ১ লাখ ২৬ হাজার টাকা রিটার্ন পাওয়া যাবে।
advertisement
5/6
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকদের সুদের হার ৭ শতাংশ: ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১.২৩ লাখ টাকা রিটার্ন মিলবে।
advertisement
6/6
ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের সুদের হার ৬.৭৫ শতাংশ: ইন্ডিয়ান ব্যাঙ্কে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। অর্থাৎ এই স্কিমে ১ লাখ টাকা বিনিয়োগ করলে ৩ বছর পর ১.২২ লাখ টাকা রিটার্ন মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রবীণ নাগরিকদের জন্য সুখবর, মাত্র ১ লাখ টাকা বিনিয়োগে মিলবে ২৬ হাজার টাকা সুদ, জানুন কীভাবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল