QR কোড স্ক্যান করুন আর পেয়ে যান হারানো মোবাইলের হদিশ ! জেনে নিন কীভাবে!
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
পুলিশের তরফ থেকে করা হয়েছে এক বিশেষ ব্যবস্থা, যা হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করবে। এর জন্য, শুধুমাত্র একটি সাধারণ QR কোড স্ক্যান করতে হবে।
advertisement
1/8

মোবাইল ফোন ছাড়া আর এক মুহূর্তও চলা সম্ভব নয় মানুষের পক্ষে। এদিকে এই ডিভাইসটি বেশ দামি, তাই মাঝে মধ্যেই তা চুরি যায়, অনেক সময় নিজের ভুলেও হারিয়ে ফেলে মানুষ।
advertisement
2/8
কিন্তু মানুষের প্রাথমিক ধারণা হল একবার ফোন চুরি গেলে বা হারালে পুলিশে খবর দিয়ে কোনও লাভ নেই। হারানো ফোনের হদিশ তারা দিতে পারবে না কোনও ভাবেই।
advertisement
3/8
অথচ এই ধারণা একেবারেই ভুল। বরং মোবাইল ফোন চুরি গেলে তা উদ্ধার করা প্রযুক্তিগত কারণেই বেশ সহজ। কলকাতা পুলিশের তরফেও নিয়মিত হারানো ফোন উদ্ধার করা হয়। শুধু ফোন উদ্ধার করাই নয়, বরং তার সূত্র ধরে কোনও অপরাধী দলকেও ধরে ফেলতে পারে পুলিশ।
advertisement
4/8
আর এবার উত্তরপ্রদেশের হাপুর পুলিশের তরফ থেকে করা হয়েছে এক বিশেষ ব্যবস্থা, যা হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করবে। এর জন্য, শুধুমাত্র একটি সাধারণ QR কোড স্ক্যান করতে হবে।
advertisement
5/8
হাপুরের এসপি অভিষেক ভার্মা জানিয়েছেন, এই প্রকল্পের অধীনে যাঁদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে, তাঁদের উপকার হবে। এসপি বলেন, যত দ্রুত সম্ভব হারানো মোবাইলটি খুঁজে বের করে মোবাইল চোরদের ধরতে চেষ্টা করছে পুলিশ।
advertisement
6/8
ওই QR কোড স্ক্যান করলেই একটি ফর্ম পাওয়া যাবে। এসপি অভিষেক ভার্মা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারকারী অনলাইনে পাওয়া ওই ফর্মটিতে তাঁর হারানো মোবাইল ফোনের অবস্থান, মোবাইল বিল এবং IEMI নম্বরের-সহ কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে দেবেন। তাহলেই পুলিশ খোঁজ শুরু করে দেবে।
advertisement
7/8
তবে এই ফর্মে শুধুমাত্র হাপুর জেলায় হারানো বা চুরি যাওয়া মোবাইলের তথ্যই দিতে হবে। তিনি বলেন, ‘তবে এই প্রদত্ত তথ্য অভিযোগ হলেও তা কোনও ভাবেই এফআইআর হিসেবে বিবেচিত হবে না। সেই জন্য অভিযোগকারীকে UP Cop অ্যাপ ব্যবহার করতে হবে।’
advertisement
8/8
মনে রাখতে হবে কেউ যদি এই QR কোডের অপব্যবহার করেন, বা মোবাইল হারানো সম্পর্কে ভুল তথ্য দেন, তবে তাঁর বিরুদ্ধেও পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
QR কোড স্ক্যান করুন আর পেয়ে যান হারানো মোবাইলের হদিশ ! জেনে নিন কীভাবে!