TRENDING:

ATM থেকে তুলুন দেদার টাকা ! বদলে গেল নিয়ম

Last Updated:
advertisement
1/5
ATM থেকে তুলুন দেদার টাকা ! বদলে গেল নিয়ম
SBI-এর গ্রাহক? ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে বাধা নিষেধে নাজেহাল ৷ ৫বার বিনামূল্য টাকা তোলার পরই ATM থেকে টাকা তুলতে গেলে টাকা লাগে ৷ এতেই তো সমস্যায় পড়েন আপনি ৷ কিন্তু সেই দুরদিন শেষ হতে চলেছে ৷ এবার যতবার ইচ্ছে টাকা তোলা যাবে ৷ নিজের সুবিধা মতো তুলতে পাবরেন টাকা ৷ এমনই নিয়ম আনছে SBI ৷ Photo Collected
advertisement
2/5
এতদিন পর্যন্ত কয়েকটি এটিএমেই এমন সুযোগ পাওয়া যেত ৷ সেই নিময়ে ইতি টেনে নতুন করে গ্রাহকদের জন্য এমনই সুবিধা নিয়ে এল ভারতীয় স্টেট ব্যাঙ্ক ৷ তবে কিছু নিয়ামবলি ও শর্ত আরোপ হবে এই ক্ষেত্রে ৷ Photo Collected
advertisement
3/5
আপনার ব্যাঙ্কে ১ লক্ষ টাকা থাকলেই এই সুবিধা আপনি পাবেন ৷ যতবার খুশি ATM থেকে টাকা তুলতে পারবেন ৷ ৫বারের বেশি টাকা তুললেও কোন বাড়তি টাকা চার্জ করা হবে না ৷ জানিয়ে দিয়েছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ Photo Collected
advertisement
4/5
তবে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্ধারিত সীমাতে লাগাম টানল এসবিআই ৷ ৪০ হাজার টাকা থেকে সেটি কমিয়ে করা হয়েছে ২০ হাজার টাকা ৷ Photo Collected
advertisement
5/5
যাদের অ্যাকাউন্টে ১লক্ষ টাকার কম থাকবে, তারা মাসে ৮ বার বিনামূল্যে ATM থেকে টাকা তুলতে পারবেন ৷ নিয়ম অনুযায়ী, ৫বার SBI থেকে কোন মূল্য ছাড়া টাকা তোলা যাবে আর বাকি ৩বার অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ৷ যে সমস্ত গ্রাহকেরা শহরের আযওতায় পড়েন না তারা মাসে ১০বার বিনামূল্যে টাকার লেনদেন করতে পারবেন ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM থেকে তুলুন দেদার টাকা ! বদলে গেল নিয়ম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল