TRENDING:

SBI Platinum Deposits|State Bank FD Schemes: সাধারণ নাগরিকের জন্য আকর্ষণীয় সুদ, Senior Citizen-দের জন্য বাম্পার সুবিধা এসবিআইয়ের

Last Updated:
SBI Platinum Deposits|State Bank FD Schemes: স্বাধীনতার ৭৫ বছরে দেশের নাগরিকদের জন্য বড় উপহার স্টেট ব্যাঙ্কের
advertisement
1/8
সাধারণ নাগরিকের জন্য আকর্ষণীয় সুদ, Senior Citizen-দের জন্য বাম্পার সুবিধা
স্বাধীনতার ৭৫ বছরে দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক এসবিআই SBI (State Bank of India) এক দুর্দান্ত অফার নিয়ে এসেছে বাজারে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
(SBI Platinum Deposits) এই প্রকল্পে ১৫ বিসিএস বাড়তি সুদ দেবে ব্যাঙ্ক ৷ এই প্রকল্পের আওতায় গ্রাহকেরা ৭৫ দিন, ৫২৫ দিন ও ২২৫০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
১৪ সেপ্টেম্বর (September 14, 2021)পর্যন্ত এই বিশেষ সুযোগ পাওয়া যাবে ৷ অর্থাৎ আর মাত্র ৭দিন সময় আছে আজই এই স্কিমের সুযোগ নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
সাধারণ গ্রাহকদের জন্য এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটের সুদ (SBI Platinum Deposit ineterest Rates) প্ল্যাটিনাম ৭৫ দিন সুদের হার ৩.৯৫ শতাংশ, ৫২৫ দিন সুদের হার ৫.১০ শতাংশ, ২,২৫০ দিন সুদের হার ৫.৫৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটের সুদ প্ল্যাটিনাম ৭৫ দিন সুদের হার ৪.৪৫ শতাংশ, ৫২৫ দিন সুদের হার ৫.৬০ শতাংশ, ২,২৫০ দিন সুদের হার ৬.২০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিট স্কিমে এনআরই (NRE) ও এনআরও (NRO) টার্ম ডিপোজিটের সঙ্গে ডোমেস্টিক রিটেল টার্ম দিপোজিট (২ কোটি টাকা পর্যন্ত) ৷ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
টার্ম ডিপোজিটে (Term Deposit) গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক পেমেন্ট করতে পারেন টার্ম ডিপোজিটে গ্রাহকদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
এসবিআইয়ের লেটেস্ট এফডিতে (SBI FD Interests rates) সুদের হার এই রকমের ৷ ৭ দিন থেকে ৪৫ দিনে ২.৯ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিনে সুদের হার ৩.৯ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিনে সুদের হার ৪.৪ শতাংশ, ২১১ দিন থেকে এক বছর পর্যন্ত সুদের হর ৪.৪ শতাংশ, ১ থেকে ২ বছরে সুদের হার ৫ শতাংশ, ২ থেকে ৩ বছরে ৫.১ শতাংশ, ৩ থেকে ৫ বছরে সুদের হার ৫.৩ শতাংশ, ৫ থেকে ১০ বছরে সুদের হার ৫.৪ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI Platinum Deposits|State Bank FD Schemes: সাধারণ নাগরিকের জন্য আকর্ষণীয় সুদ, Senior Citizen-দের জন্য বাম্পার সুবিধা এসবিআইয়ের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল