SBI- তে পাঁচ বছরের ৩০০০ টাকার RD করছেন? কত রিটার্ন পাবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SBI Recurring Deposit: আরডি বা রেকারিং ডিপোজিটের বিশেষত্ব হল, প্রতি মাসে অল্প টাকা বিনিয়োগ করা যায়। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাও মেলে।
advertisement
1/7

হাতে মোটা টাকা নেই। কিন্তু মাসে মাসে বিনিয়োগ করার ইচ্ছা। এই পরিস্থিতিতে রেকারিং ডিপোজিট আদর্শ। সরকারি স্কিম। তাই টাকা থাকে নিরাপদ। সঙ্গে নিশ্চিত রিটার্নও মেলে। পোস্ট অফিস বা ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন বিনিয়োগকারীরা।
advertisement
2/7
আরডি বা রেকারিং ডিপোজিটের বিশেষত্ব হল, প্রতি মাসে অল্প টাকা বিনিয়োগ করা যায়। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধাও মেলে। তাছাড়া সেভিংস অ্যাকাউন্টের চেয়ে রেকারিং ডিপোজিটে সুদও বেশি পাওয়া যায়।
advertisement
3/7
বর্তমানে রেকারিং ডিপোজিটে ৬.৫ শতাংশ থেকে শুরু করে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এসবিআই। স্কিমের মেয়াদ ৫ বছর। এখন যদি পাঁচ বছর মেয়াদি রেকারিং ডিপোজিট স্কিমে কেউ প্রতি মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে কত রিটার্ন মিলবে?
advertisement
4/7
রেকারিং ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৫ বছর মেয়াদে ৬.৫ শতাংশ হারে সুদ দেয় এসবিআই। তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। এর উপর ৬.৫ শতাংশ হারে সুদ হিসাবে মিলবে ৩২,৯৭২ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে ম্যাচিউরিটিতে তিনি ২,১২,৯৭২ টাকা রিটার্ন পাবেন।
advertisement
5/7
এখন যদি কেউ প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে রিটার্নের হারও বৃদ্ধি পাবে। আরডি ক্যালকুলেটর অনুযায়ী, পাঁচ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে ৬ লাখ টাকা। এর উপর ৬.৫ শতাংশ হারে সুদ হিসাবে মিলবে ১,০৯,৯০২ টাকা। এখন সুদ এবং আসল মিলিয়ে ম্যাচিউরিটিতে তিনি মোট ৭,০৯,৯০২ টাকা রিটার্ন পাবেন।
advertisement
6/7
-রেকারিং ডিপোজিটের সুবিধা: বিনিয়োগের জন্য হাতে মোটা টাকা না থাকলেও চলে। কারণ আরডি-তে প্রতি মাসে টাকা জমা করতে হয়।-ন্যূনতম ১০০ টাকা দিয়ে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহক। -আরডি-এর সুদ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি। তবে কিছু ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের চেয়ে কম।
advertisement
7/7
-রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে ঋণ পাওয়া যায়। হঠাত টাকার প্রয়োজন পড়লে অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না গ্রাহককে।-সবচেয়ে বড় কথা হল, আরডি-তে বিনিয়োগ করলে বিনিয়োগের অভ্যাস তৈরি হয়।