State Bank of India: SBI-এর গ্রাহকদের জন্য বিশাল! বাড়িতে বসেই শক্তপোক্ত ভবিষ্যত গড়ে তোলার বাম্পার সুযোগ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
State Bank of India: দেশের সব থেকে বড় ব্যাঙ্কের বিরাট সুবিধা ৷ অনলাইনেও এবার খুলতে পারেন পিপিএফ অ্যাকাউন্ট
advertisement
1/11

ভবিষ্যত সুরক্ষিত করতে পিপিএফে টাকা সঞ্চয় করাটা অত্যন্ত অকটি অভ্যাস হিসাবেই ধরা হয়ে থাকে ৷ তা ছাড়াও করের ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
সমগ্র জমানো টাকা ও সুদ সম্পূর্ণ রূপে করহীন ৷ আয়কর আইন ৮০সি অনুযায়ী ১,৫০,০০০ বিনিয়োগের ফলে করে ছাড় পাওয়া যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
এই পিপিএফ অ্যাকাউন্টে ৭.১ দরে সুদ পাওয়া যায় ৷ দীর্ঘ সময় ধরে পিপিএফ অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করলে কম্পাউন্ডের সুবিধা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের পিপিএফ অ্যাকাউন্ট অনলাইনে খোলার মত বিশেষ সুবিধা দিয়ে থাকে ৷ দেরি কেন আজই নিতে পারেন এই বিশেষ সুবিধা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account) খুলতে গেলে অবেদনপত্র পূরণ করতে যে যে নথি আবশ্যিক রঙিন পাসপোর্ট ছবি, স্থায়ী অ্যাকাউন্ট সংখ্যা অর্থাৎ প্যান নম্বর, পরিচয় পত্র (অর্থাৎ আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID), ড্রাইভিং লাইসেন্স (Driving License), প্যানকার্ড-সহ (Pan Card) সহকারি নথি যা আপনার পরিচয়কে অনুমোদন করে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
ব্যাঙ্কের কেওয়াইসির (KYC) প্রমাণ করে এমন নথি প্রয়োজনীয় ৷ একনজরে দেখে নিন দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) অ্যাকাউন্ট খোলার পদ্ধতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
SBI-এ, PPF অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এসবিআইয়ের নেট ব্যাঙ্কিং ওয়েবসাইটে onlinesbi.com যেতে হবে ৷ এরপরে 'Request and Enquiries' ট্যাবে গিয়ে 'New PPF Account' অপশনে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
তারপরেই পিপিএফ অ্যাকাউন্টের (PPF Account) আবেদন করতে 'Apply for PPF Account' ক্লিক করতে হবে ৷ তারপরেই পর্দায় ভেসে উঠবে সেই তথ্যগুলি (নাম, প্যান নম্বর ইত্যাদি) যথাযথ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
তারপরে ব্রাঞ্চের কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কোন শাখায় অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক সেটিও দিতে হবে ৷ এরপরে নমিনির বিস্তারিত বিবরণ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
তারপরেই রেজিস্টার্ড অ্যাকাউন্টে একটি ওটিপি (OTP) আসবে ৷ তারপরেই 'Print PPF Account Online Application' এ ক্লিক করে আবেদনপত্র প্রিন্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
তারপরেই ৩০ দিনের মধ্যে ব্রাঞ্চে যেতে হবে সম্পূর্ণ কেওয়াইসি (KYC) ছবি-সহ জমা দিতে হবে ৷ নতুন পিপিএফ অ্যাকাউন্ট (PPF Account) খোলার পরে ৩০ দিনের মধ্যে ব্রাঞ্চে না গেলে সেই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া বাতিল হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India: SBI-এর গ্রাহকদের জন্য বিশাল! বাড়িতে বসেই শক্তপোক্ত ভবিষ্যত গড়ে তোলার বাম্পার সুযোগ