advertisement
1/5

গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সাধারণ মানুষের কথা ভেবে একাধিক নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে এসবিআই ৷ ব্যাঙ্কের সবসিডিয়রি সংস্থা এসবিআই লাইফ ছোট অঙ্কের সেভিংসে বড় অঙ্কের আয় করার জন্য নিয়ে এসেছে নতুন স্কিম ৷ এক নজরে দেখে নিন স্টেট ব্যাঙ্কের এই স্কিমগুলি....
advertisement
2/5
SBI Smart Woman Advantage- গ্রাহকদের জন্য এসবিআই নিয়ে এসেছে Smart Woman Advantage যোজনা ৷ এসবিআই লাইফের মুখ্য লক্ষ্য হচ্ছে মহিলাদের বিশেষ পরিষেবা দেওয়া ৷ এই যোজনায় মহিলারা জীবন বিমার পাশাপাশি, সেভিংস ও চিকিৎসার ক্ষেত্রে সাহায্য পেতে পারেন ৷ স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি জীবন বিমা কভারের জেরে আয়করও ছাড় পাবেন ৷
advertisement
3/5
SBI Smart Swadhan Plus এই প্ল্যানে দুটি লাভ পাবেন ৷ এক সারা জীবন আপনাকে আর্থিক সিকিউরিটি দেওয়ার পাশাপাশি আপনার পলিসি শেষ হওয়ার পর আপনার জমা করা পুরো বেসিক টাকা ফ্রি হিসেবে ফেরত দিয়ে দেওয়া হবে ৷ প্রিমিয়াম দেওয়ার জন্য আয়করে ছাড় পাবেন ৷
advertisement
4/5
SBI Life - Smart Humsafar এতে স্বামী ও স্ত্রী দু’জনেই সেভিংসের পাশাপাশি বিমা কভারের সুযোগ পাবেন ৷ এই প্রথম কোনও প্ল্যানে স্বামী ও স্ত্রীকে একসঙ্গে রাখা হয়েছে ৷ প্রথম ৩ বছরে ন্যূনতম বোনাস ২.৫০% হিসেবে পাবেন ৷ যদি পলিসি চলাকালীন দু’জনের মধ্যে কোনও একজনের মৃত্যু হয় তাহলে পলিসি শেষ হওয়ার পর জীবিত ব্যক্তি পুরো টাকা পেয়ে যাবেন ৷
advertisement
5/5
SBI Life - Smart Guaranteed Savings Insurance Plan এতে আপনার সেভিংসের অঙ্ক বাড়তে থাকবে ৷ এতে পরিবারের সমস্ত সদস্যরা বিমা কভারের সুবিধা পাবেন ৷ মাত্র সাত বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়ামের উপর নির্ভার করে প্রতিবছর আয় বৃদ্ধি পাবে ৷