Double Your Money: ৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Double Your Money; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা।
advertisement
1/7

বিনিয়োগ মানেই তো টাকা বাড়ানো! না হলে আর কেন লোকে মাথার ঘাম পায়ে ফেলা টাকা ঘরে না রেখে অন্য জায়গায় খাটাবে। টাকায় টাকা আনে, এ কথা বিনিয়োগের ক্ষেত্রে একেবারে সত্যি। তবে, সব ক্ষেত্রে রিটার্ন যে উল্লেখযোগ্যভাবে বিশাল হয়, এমনটাও নয়।
advertisement
2/7
ব্যাঙ্কে বিনিয়োগের কথা উঠলেই সবার আগে আমাদের মাথায় আসে সেই সাবেকি ফিক্সড ডিপোজিট, রেকারিট অ্যাকাউন্ট এই সবের কথা। তবে, তার বাইরেও কিন্তু ব্যাঙ্কে বিনিয়োগের আরও উপায় রয়েছে।
advertisement
3/7
এই যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথাই ধরা যাক! দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক, কোটি কোটি নাগরিকের ভরসাও। নিত্য নতুন তারা আকর্ষণীয় সুদের হারে নানা বিনিয়োগের বিকল্প উপহার দিয়ে থাকে গ্রাহকদের।
advertisement
4/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা।বিনিয়োগ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড স্কিমকে সেরা বিকল্প বলে মনে করা হয়।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে ২৬% থেকে ৩৮% হারে সুদ রিটার্ন দিয়েছে।এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতি বছরে ২৮% থেকে ৪১% পর্যন্ত ধামাকা রিটার্ন পেয়েছেন।
advertisement
5/7
SBI PSU Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ৩৭.৮৪% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৪১.২৩% হারে রিটার্ন দিয়েছে।SBI Infrastructure Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৮.৪০% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.৩৯% হারে রিটার্ন দিয়েছে।
advertisement
6/7
SBI Long Term Equity Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫৭% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.০৯% হারে রিটার্ন দিয়েছে।SBI Healthcare Opportunities Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫১% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৬.৫২% হারে রিটার্ন দিয়েছে।
advertisement
7/7
SBI Contra Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৫.৫৫% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ২৮.৮৩% হারে রিটার্ন দিয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের এই এসআইপির মাধ্যমে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করে ৩ বছরে প্রায় ৫.৪৪ লাখ টাকা থেকে ৬.৪ লাখ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Double Your Money: ৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন