TRENDING:

Double Your Money: ৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন

Last Updated:
Double Your Money; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা। 
advertisement
1/7
৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, SBI এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন
বিনিয়োগ মানেই তো টাকা বাড়ানো! না হলে আর কেন লোকে মাথার ঘাম পায়ে ফেলা টাকা ঘরে না রেখে অন্য জায়গায় খাটাবে। টাকায় টাকা আনে, এ কথা বিনিয়োগের ক্ষেত্রে একেবারে সত্যি। তবে, সব ক্ষেত্রে রিটার্ন যে উল্লেখযোগ্যভাবে বিশাল হয়, এমনটাও নয়।
advertisement
2/7
ব্যাঙ্কে বিনিয়োগের কথা উঠলেই সবার আগে আমাদের মাথায় আসে সেই সাবেকি ফিক্সড ডিপোজিট, রেকারিট অ্যাকাউন্ট এই সবের কথা। তবে, তার বাইরেও কিন্তু ব্যাঙ্কে বিনিয়োগের আরও উপায় রয়েছে।
advertisement
3/7
এই যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথাই ধরা যাক! দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক, কোটি কোটি নাগরিকের ভরসাও। নিত্য নতুন তারা আকর্ষণীয় সুদের হারে নানা বিনিয়োগের বিকল্প উপহার দিয়ে থাকে গ্রাহকদের।
advertisement
4/7
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেমনই ৫ স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন। এতে ৩ বছরে ডবল হবে বিনিয়োগের টাকা।বিনিয়োগ করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড স্কিমকে সেরা বিকল্প বলে মনে করা হয়।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে ২৬% থেকে ৩৮% হারে সুদ রিটার্ন দিয়েছে।এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতি বছরে ২৮% থেকে ৪১% পর্যন্ত ধামাকা রিটার্ন পেয়েছেন।
advertisement
5/7
SBI PSU Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ৩৭.৮৪% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৪১.২৩% হারে রিটার্ন দিয়েছে।SBI Infrastructure Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৮.৪০% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.৩৯% হারে রিটার্ন দিয়েছে।
advertisement
6/7
SBI Long Term Equity Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫৭% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৩.০৯% হারে রিটার্ন দিয়েছে।SBI Healthcare Opportunities Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৬.৫১% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ৩৬.৫২% হারে রিটার্ন দিয়েছে।
advertisement
7/7
SBI Contra Fund -এই ফান্ড ৩ বছরের বিনিয়োগে প্রতি বছরে প্রায় ২৫.৫৫% হারে রিটার্ন দিয়েছে এবং এর এসআইপি প্রতি বছরে ২৮.৮৩% হারে রিটার্ন দিয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের এই এসআইপির মাধ্যমে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করে ৩ বছরে প্রায় ৫.৪৪ লাখ টাকা থেকে ৬.৪ লাখ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Double Your Money: ৩ বছরে টাকা ডবল করার সেরা ৫ স্কিম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সব স্কিম দিচ্ছে ধামাকা রিটার্ন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল