TRENDING:

SBI: বড় ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত, ন্যূনতম ব্যালান্স সহ একাধিক পরিষেবায় এসেছে বদল

Last Updated:
advertisement
1/7
SBI: বড় ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত, ন্যূনতম ব্যালান্স সহ একাধিক পরিষেবায় এসেছে বদল
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই । এতে জিরো ব্যালান্স অ্যাকাউন্টের নানা সুবিধা দেওয়া হয় গ্রাহকদের । তবে বেশ কয়েকটি অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্স না রাখলে কিছু টাকা কাটা হয় । সম্প্রতি ন্যূনতম ব্যালান্সের জরিমানাতে কাটছাট করেছে এসবিআই । (ছবি: সংগৃহীত)
advertisement
2/7
নতুন নিয়মগুলির সম্পর্কে জেনে নিন বিস্তারিত । (ছবি: সংগৃহীত)
advertisement
3/7
লোকেশনের উপর ভিত্তি করেই চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয় । মেট্রো, শহুরে, শহরতলি ও গ্রামীণ । মেট্রো ও শহুরে শাখার এসবিআই অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা ন্যূনতম ব্যালান্স রাখতে হয় । শহরতলি ও গ্রামীণ শাখার অ্যাকাউন্টে মাসে ন্যূনতম যথাক্রমে ২,০০০ ও ১,০০০ টাকা রাখতে হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
4/7
মেট্রো ও শহুরে শাখায় অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালান্স যদি গড়ে ৫০ শতাংশ বা তার কম হয়,তাহলে ১০ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট জিএসটি কাটা হবে। ব্যালান্সের কমতির হার যদি ৫০-৭৫ শতাংশ হয়, তাহলে ১২ টাকা ও তার সঙ্গে জিএসটি কাটা হবে । ৭৫ শতাংশেরও কম ব্যালান্স রাখলে ১৫ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জিএসটি কাটা হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
5/7
শহরতলি শাখার অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে মাসিক গড় ব্যালান্স যদি ৫০ শতাংশর কম হয়, তাহলে ৭.৫০ টাকা ও তার সঙ্গে নির্দিষ্ট জিএসটি কাটা হবে । ব্যালান্স যদি ৫০-৭৫ শতাংশেরও কম হয়, তাহলে ১০ টাকা ও তার সঙ্গে জিএসটি কাটা হবে । ৭৫ শতাংশের কম অ্যাকাউন্ট ব্যালান্স হলে জিএসটি সহ ১২ টাকা কাটা হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
6/7
গ্রামীণ শাখার অ্যাকাউন্ট যাদের আছে সেই ক্ষেত্রে ৫০ শতাংশ বা তার কম অ্যাকাউন্ট ব্যালান্স হলে জিএসটি সহ ৫ টাকা পেনাল্টি কাটা হবে । ৫০-৭৫ শতাংশের চেয়ে কম অ্যাকাউন্ট ব্যালান্স হলে ৭.৫০ টাকা ও জিএসটি কাটা হবে । ৭৫ শতাংশের কম অ্যাকাউন্ট ব্যালান্স হলে জিএসটি সহ ১০ টাকা জরিমানা করা হবে । (ছবি: সংগৃহীত)
advertisement
7/7
তবে সাধারণ অ্যাকাউন্ট ছাড়াও জিরো ব্যালান্স অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে এসবিআই । জিরো ব্যালান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালান্স রাখার কোনও প্রয়োজনীয়তা নেই । (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI: বড় ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত, ন্যূনতম ব্যালান্স সহ একাধিক পরিষেবায় এসেছে বদল
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল