TRENDING:

SBI Home Loan: এবার স্বপ্নের বাড়ি আপনারও! সহজ শর্তে হোম লোন দিচ্ছে SBI, রইল ধামাকা অফার

Last Updated:
SBI Home Loan: স্বপ্নের বাড়ি তৈরি করতে সেরা সুযোগ এনেছে এসবিআই, হাতছাড়া করলে আর পাবেন না
advertisement
1/6
স্বপ্নের বাড়ি আপনারও! সহজ শর্তে হোম লোন দিচ্ছে SBI, রইল ধামাকা অফার
এবার পূরণ হতে চলেছে দুর্গাপুরের বুকে আপনার বাড়ি তৈরির স্বপ্ন। আপনার জন্য বড় সুযোগ নিয়ে হাজির হয়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংক এসবিআই (স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া)।
advertisement
2/6
দুর্গাপুর গান্ধী মোড় ময়দানে এসবিআই আয়োজন করেছে হোম লোন কার্নিভালের। দুর্গাপুরে আয়োজিত দু'দিনের এই হোম লোন মেলা আপনার বাড়ি তৈরির স্বপ্নকে পূরণ করবে।
advertisement
3/6
সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৭'টা পর্যন্ত হোম লোন কার্নিভাল চলবে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি হবে এই কার্নিভাল। এই অনুষ্ঠানে কলকাতা, দুর্গাপুর বর্ধমান ও অন্যান্য শহরের অনেক বিল্ডার এবং ডেভলপাররা থাকবেন। যারা তাদের বর্তমান এবং আসন্ন প্রকল্পগুলিকে গ্রাহকদের সামনে তুলে ধরবেন।
advertisement
4/6
এসবিআই আয়োজিত এই গৃহঋণ মেলায় গেলে আপনি পেয়ে যাবেন অভিজ্ঞদের দ্বারা ঋণ নেওয়ার পরামর্শ। একইসঙ্গে থাকবে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা। যোগ্যতার মানদণ্ড বিচার করে প্রয়োজনীয় নথির ভিত্তিতে দেওয়া হবে হোম লোনের অফার।
advertisement
5/6
তাছাড়াও যোগ্য আবেদনকারীদের অন দা স্পট নীতিগত ঋণ অনুমোদন দেওয়া হবে যা জেলার বুকে আপনার বাড়ি তৈরির স্বপ্নকে সহজেই সফল করবে। এছাড়াও থাকবে 'SBI APPROVED PROPERTY' থেকে পছন্দের বাড়ি বেছে নেওয়ার সুযোগও।
advertisement
6/6
দুর্গাপুরে একটি সাংবাদিক বৈঠক থেকে এই হোম লোন কার্নিভালের কথা ঘোষণা করা হয়েছে। যেখানে হাজির ছিলেন এসবিআই'এর চিফ ম্যানেজার অখিলেশ কুমার, অভিজিৎ দুবে, সিদ্ধার্থ কুমারের মত গুরুত্বপূর্ণ আধিকারিকরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI Home Loan: এবার স্বপ্নের বাড়ি আপনারও! সহজ শর্তে হোম লোন দিচ্ছে SBI, রইল ধামাকা অফার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল