TRENDING:

SBI-তে পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন

Last Updated:
SBI Fixed Deposit Interest Rate: এসবিআইতে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে প্রবীন নাগরিকদের ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
1/9
SBI-তে পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন
শেয়ার বাজার হোক কিংবা মিউচুয়াল ফান্ড। ঝুঁকি থাকেই। বাজার উঠলে ভাল। মোটা টাকা রিটার্ন মিলবে। কিন্তু নামলে সর্বনাশ। কষ্টের টাকা জলে। সাধারণ বিনিয়োগকারীরা এই ওঠাপড়ার খেলায় জড়াতে চান না। তাঁরা খোঁজেন নিরাপদ বিনিয়োগ বিকল্প।
advertisement
2/9
নিরাপদ বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিট। কোনও ঝুঁকি নেই। টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। সঙ্গে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। বিনিয়োগ করার সময়ই গ্রাহক জেনে যান, তিনি কত হারে সুদ পাবেন। সেই অনুযায়ী রিটার্ন গণনা করে নেওয়া যায়।
advertisement
3/9
আর্থিক বিশেষজ্ঞরাও বলছেন, এককালীন কর্পাস তৈরির জন্য ফিক্সড ডিপোজিট আদর্শ। ব্যাঙ্ক সময়ে সময়ে সুদের হার পর্যালোচনা করে। কখনও সুদ বাড়ে। কখনও কমে। যাইহোক ফিক্সড ডিপোজিটের জন্য দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআইকে বেছে নেওয়া যায়।
advertisement
4/9
এসবিআইতে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে প্রবীন নাগরিকদের ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যদি কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আয়করে ছাড়ও পাবেন। এখন কোনও বিনিয়োগকারী যদি এই মেয়াদে ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তিনি কত টাকা রিটার্ন পাবেন?
advertisement
5/9
ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর থেকে খুব সহজেই রিটার্ন গণনা করা যায়। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেই থাকে এই ক্যালকুলেটর। সুদের হার, বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ দিলেই, রিটার্ন সামনে চলে আসে।
advertisement
6/9
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে ম্যাচিউরিটিতে ৭,২৪,৯৭৪ টাকা রিটার্ন মিলবে। এর মধ্যে ৫ লাখ টাকা প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট বা মূল পরিমাণ এবং বাকি ২,২৪,৯৭৪ টাকা সুদ।
advertisement
7/9
এক বছর মেয়াদে ৬.৮০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। তাহলে ১ বছরের জন্য যদি কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি ৫,৩৪,৮৭৬ টাকা রিটার্ন পাবেন। এর মধ্যে সুদ থেকে মিলবে ৩৪,৮৭৬ টাকা।
advertisement
8/9
২ বছর মেয়াদে সুদের হার ৭ শতাংশ। তাহলে ২ বছর মেয়াদে যদি কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন তাহলে ম্যাচিউরিটিতে তিনি ৫,৭৪,৭৪০ টাকা রিটার্ন পাবেন। সুদ থেকে মিলবে ৭৪,৪৪০ টাকা।
advertisement
9/9
৩ বছর মেয়াদে সুদের হার ৬.৭৫ শতাংশ। এখন যদি কেউ ৩ বছর মেয়াদে ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তিনি ৬,১১,১৯৬ টাকা রিটার্ন পাবেন। ম্যাচিউরিটিতে সুদ থেকে তাঁর ১,১১,১৯৬ টাকা আয় হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI-তে পাঁচ বছর মেয়াদে ৫ লাখ টাকার FD করছেন? কত রিটার্ন পাবেন দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল