SBI FD: ১,২ বা ৫ বছরের জন্য নয়, SBI-তে এই সময়ের জন্য FD করলে বেশি লাভ হবে !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SBI Fixed Deposit: এসবিআই তার গ্রাহকদের বিভিন্ন মেয়াদের বিভিন্ন এফডি অফার করে। এর মধ্যে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী এফডি অন্তর্ভুক্ত।
advertisement
1/5

নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
2/5
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
3/5
আজ আমরা দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সংক্ষেপে এসবিআই-এর এফডি সম্পর্কে বলতে যাচ্ছি। এমন পরিস্থিতিতে কেউ যদি নিজেদের টাকা বিনিয়োগের জন্য SBI FD-এর সাহায্য নেন, তাহলে এই খবরটি তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন না, নিজেদের অর্থ এমন একটি সময়ের জন্য FD-তে বিনিয়োগ করা উচিত, যেখানে সর্বোচ্চ সুদের হারে রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
4/5
এসবিআই এফডি সুদের হার -এসবিআই তার গ্রাহকদের বিভিন্ন মেয়াদের বিভিন্ন এফডি অফার করে। এর মধ্যে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদী এফডি অন্তর্ভুক্ত। এই এফডিগুলিতে গ্রাহকরা ৩.৫০ শতাংশ থেকে ৬.৯০ শতাংশ পর্যন্ত সুদের হার পান। কেউ যদি SBI-এর ১ বছর, ২ বছর বা ৫ বছর মেয়াদী FD-তেও বিনিয়োগ করেন, তাহলেও সুদের হার কমই হবে। কেন না, SBI-এর একটি বিশেষ FD-তে গ্রাহকদের সর্বোচ্চ সুদের হারে রিটার্ন দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে, SBI-এর এই বিশেষ FD-তে বিনিয়োগ করে সর্বোচ্চ সুদের হারে রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
5/5
এসবিআই-এর এই এফডিতে সুদের হার সবচেয়ে বেশি -SBI-এর ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি এফডি স্কিমে গ্রাহকরা সর্বোচ্চ সুদের হারে রিটার্ন পাচ্ছেন। এই এফডিতে, গ্রাহকরা প্রায় ১৪ মাসের মধ্যে ৭.০৫ শতাংশ সুদের হারে রিটার্ন পান। সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার ৭.৫৫ শতাংশ পর্যন্ত এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার ৭.৬৫ শতাংশ পর্যন্ত। এবার বিবেচনা নিজের- কোনটায় লাভ বেশি হবে!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI FD: ১,২ বা ৫ বছরের জন্য নয়, SBI-তে এই সময়ের জন্য FD করলে বেশি লাভ হবে !