TRENDING:

SBI FD: ৩১ মার্চ পর্যন্ত ‘Amrit Kalash’, 'We Care’-এর মেয়াদ, আপনার কি বিনিয়োগ করা উচিত?

Last Updated:
SBI FD: এই দুটি স্কিমে বিনিয়োগ কী লাভজনক?
advertisement
1/6
৩১ মার্চ পর্যন্ত ‘Amrit Kalash’, 'We Care’-এর মেয়াদ, আপনার কি বিনিয়োগ করা উচিত?
খুচরো বিনিয়োগকারীদের জন্য উচ্চ সুদে দুটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই। প্রবীণ নাগরিকদের জন্য ‘উই কেয়ার ডিপোজিট স্কিম’ এবং প্রবীণ নাগরিক-সহ সমস্ত বিনিয়োগকারীদের ‘অমৃত কলস’। এই দুটি স্কিমে বিনিয়োগ কী লাভজনক?
advertisement
2/6
অমৃত কলস ডিপোজিট স্কিম: অমৃত কলস ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৪০০ দিন। সুদের হার ৭.১০ শতাংশ। একই মেয়াদে অর্থাৎ ১ বছর থেকে ২ বছর কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৮০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেদিক থেকে অমৃত কলস লাভজনক। প্রবীণ নাগরিকদের এই স্কিমে ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
3/6
উই কেয়ার ডিপোজিট স্কিম: উই কেয়ার স্কিমে শুধু প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন মেয়াদ ৫ বছর। সর্বোচ্চ ১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়। সুদের হার ৭.৫ শতাংশ। একই মেয়াদের অন্যান্য ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সুতরাং উই কেয়ারে প্রবীণ নাগরিকরা ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ পাচ্ছেন।
advertisement
4/6
অমৃত কলস এবং উই কেয়ার ডিপোজিটে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এসবিআই-এর যে কোনও শাখায় গিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ইয়োনো অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করা যাবে। এই দুটি এফডি-র বিপরীতে ঋণও পাওয়া যায়।
advertisement
5/6
বিনিয়োগ করা উচিত হবে: বর্তমানে দেশের একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদ দিচ্ছে। তবে উচ্চ সুদের হার খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য অনেক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়ছে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে ভারতে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.০৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এই হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করছে।
advertisement
6/6
মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে সুদের হার কমাতে শুরু করবে। একই পথ অনুসরণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্কও। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেবে। তাই উচ্চ সুদের হারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে এটাই ভাল সময়। কারণ এই হার বেশিদিন স্থায়ী থাকার সম্ভাবনা কম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI FD: ৩১ মার্চ পর্যন্ত ‘Amrit Kalash’, 'We Care’-এর মেয়াদ, আপনার কি বিনিয়োগ করা উচিত?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল