TRENDING:

HDFC ব্যাঙ্কের Credit Card ব্যবহার করেন? ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, এখনই জেনে রাখুন

Last Updated:
HDFC Credit Cards: এর সরাসরি প্রভাব পড়বে পকেটে। বাড়বে খরচ।
advertisement
1/5
HDFC ব্যাঙ্কের Credit Card ব্যবহার করেন? ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে এই নিয়ম
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন? ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। সেগুলো আগাম জেনে রাখা জরুরী। কারণ এর সরাসরি প্রভাব পড়বে পকেটে। বাড়বে খরচ। ক্রেডিট কার্ড সংক্রান্ত কী কী নিয়ম বদলাচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক? এখানে রইল তার তালিকা।
advertisement
2/5
বিল পরিশোধে ১ শতাংশ অতিরিক্ত চার্জ: ১ অগাস্ট থেকে থার্ড পার্টি পেমেন্ট অ্যাপের মাধ্যমে বিল পরিশোধ করলে, গ্রাহকদের থেকে অতিরিক্ত ১ শতাংশ চার্জ নেবে এইচডিএফসি ব্যাঙ্ক। PayTM, CRED, MobiKwik এবং অন্যান্য থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে। ব্যাঙ্ক প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা ৩ হাজার টাকা নির্ধারণ করেছে।
advertisement
3/5
ইউটিলিটি লেনদেনে চার্জ বাড়ছে: একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইউটিলিটি লেনদেনেও চার্জ বাড়াতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। তবে ৫০ হাজার টাকার কম লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। এর বেশি হলে অতিরিক্ত ১ শতাংশ চার্জ আরোপ করা হবে। এখানেও প্রতি লেনদেনের সীমা ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
advertisement
4/5
জ্বালানি কেনায় নতুন নিয়ম: ১ অগাস্ট থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। ১৫ হাজার টাকার কম তেল পেমেন্টে কোনও ফি নেওয়া হবে না। এর বেশি হলে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে। তবে বিমার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক। ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমার টাকা মেটালে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
advertisement
5/5
স্কুল, কলেজের অর্থ প্রদানেও নতুন নিয়ম: থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে স্কুল, কলেজের ফি দিলে ১ শতাংশ হারে চার্জ কাটবে এইচডিএফসি ব্যাঙ্ক। তবে, শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা পিওএস মেশিনের মাধ্যমে করা সরাসরি অর্থপ্রদানের ক্ষেত্রে এই ধরনের কোনও চার্জ নেওয়া হবে না। এছাড়া বিদেশি বা আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে ফি মেটানোর ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে না বলে জানিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্কের Credit Card ব্যবহার করেন? ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, এখনই জেনে রাখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল