TRENDING:

ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি-রিপোর্ট

Last Updated:
রিপোর্টে বলা হয়েছে কমিটি চায় টাকা উইথড্রলের ক্যাপও মাত্র ৫০০০ টাকা করে দেওয়া হোক
advertisement
1/6
ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি-রিপোর্ট
Reserve Bank of India- র নিয়োগ করা কমিটি প্রস্তাব দিল ইন্টার চেঞ্জ চার্জেস বৃদ্ধির জন্য ৷ অটোমেটিক টেলার মেশিন অর্থাৎ এটিএম -এ ট্রানজাকশনের সময় এই অতিরিক্ত অর্থ দিতে হবে ৷ সারা দেশের সমস্ত এটিএমে এই নতুন নিয়মের প্রস্তাব করা হয়েছে ৷ এমন খবর দিয়েছে মানিলাইফ ৷Photo- File
advertisement
2/6
রিপোর্টে বলা হয়েছে কমিটি চায় টাকা উইথড্রলের ক্যাপও মাত্র ৫০০০ টাকা করে দেওয়া হোক ৷ যদি কোনও মানুষ বেশি টাকা তুলতে চায় তাহলে লেভি চার্জের প্রস্তাব দিয়েছে কমিটি ৷Photo- File
advertisement
3/6
মানিলাফইের খবর অনুযায়ী এই কমিটির প্রস্তাব করা রিপোর্ট জনগণের জন্য খুলে দেওয়া হয়নি ৷ তবে হায়দরাবাদের এক টেকি শ্রীকান্ত এল রাইট টু ইনফরমেশন অর্থাৎ তথ্যের অধিকারের ভিত্তিতে দায়ের করা আবেদনে এই রিপোর্ট দেখার অধিকার চেয়েছেন ৷Photo- File
advertisement
4/6
গত বছর ATM ইন্টার চেঞ্জ ফি পরিকাঠামো নিয়ে খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি তৈরি হয়েছিল ৷ তারা নিজেদের প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে ৷ এটা সেন্ট্রাল ব্যাঙ্ককে জমা দিয়েছে ৷ তবে এটা জানা যানি আরবিআই এই প্রস্তাবে স্বীকৃতি দিয়েছে কিনা ৷Photo- File
advertisement
5/6
মানিলাইফের রিপোর্ট অনুযায়ী কমিটি প্রস্তাব দিয়েছে ১৬ শতাংশ বৃদ্ধির ৷ নইলে ২ টাকা থেকে ১৭ টাকা অবধি ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ও ৭ থেকে ৫ টাকা অবধি নন ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে নেওয়া হবে ৷ সারা দেশে ১০ লক্ষের বেশি জনতা যুক্ত এলাকার এটিএম ব্যবহারকারী এই চার্জের আওতায় আসবেন ৷আর যেখানে দশ লক্ষের কম জনগণ বাস করেন সেখানে কমিটির প্রস্তাব ২৪ শতাংশ বৃদ্ধির ৷Photo- File
advertisement
6/6
রিপোর্টে বলা হয়েছে যেহেতু ATM ট্রানজাকশন ব্যবহার সুবিধাজনক তাই ব্যাঙ্কের থেকে সেখানে উইথড্রল বেশি হয় ৷ তাই একটি ব্যাঙ্ক থেকে ট্রানজাকশন ও এটিএম ট্রানজাকশনের খরচের তুলনা করা উচিত নয় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ATM থেকে টাকা তোলার লিমিট হোক ৫০০০, প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্কের কমিটি-রিপোর্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল