TRENDING:

মাত্র ৫ লাখে ৭ সিটার গাড়ি ! দেশবাসীকে দারুণ উপহার Renault-র

Last Updated:
advertisement
1/5
মাত্র ৫ লাখে ৭ সিটার গাড়ি ! দেশবাসীকে দারুণ উপহার Renault-র
ভারতীয়দের জন্য ফরাসি গাড়ি নির্মাতা রেনোর দুর্দান্ত উপহার ৷ এ দেশের বাজারে লঞ্চ হল সংস্থার নতুন গাড়ি রেনো ট্রাইবার (Renault Triber) ৷ শুধুমাত্র ভারতীয় বাজারের কথা ভেবেই এই গাড়ি তৈরি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে ৷
advertisement
2/5
সর্বাধিক ৭ জন বসতে পারেন এই গাড়িতে ৷ বিশেষভাবে ডিজাইন করা এই গাড়িতে পাঁচ জনের পাশাপাশি আরও দু’জন অতিরিক্ত বসতে পারেন ৷ সেই ব্যবস্থাও করা হয়েছে ৷ ‘ফোল্ডেবল সিট’ ৷ অর্থাৎ নিজের ইচ্ছেমতো গাড়ির পিছনের অংশে সিট লাগানো বা সরানো সম্ভব ৷ ভারত ও ফ্রান্সের রেনোর নিজস্ব কর্মীরা যৌথ ভাবে এই গাড়ি তৈরি করেছে ।
advertisement
3/5
এই গাড়ির দামও সাধ্যের মধ্যেই ৷ মাত্র ৪.৯৫ লক্ষ টাকা দিয়ে শুরু ৷ মোট চারটি মডেলের দাম হল যথাক্রমে, RXE- ৪,৯৫,০০০ টাকা, RXL-৫,৪৯,০০০ টাকা, RXT-৫,৯৯,০০০ টাকা, RXZ-৬,৪৯,০০০ টাকা
advertisement
4/5
সংস্থার তরফে জানানো হয়েছে, মাত্র ১১ হাজার টাকা দিয়েই বুকিং করা যাবে রেনো ট্রাইবারের। অগাস্টে লঞ্চ হলেও সেপ্টেম্বর থেকেই গাড়ির ডেলিভারি সম্ভব হবে। মোট ৫টি রঙে লঞ্চ হচ্ছে রেনোর এই নয়া গাড়ি- ‘ফায়ারি রেড’, ‘ইলেকট্রিক ব্লু’, ‘আইস কুল হোয়াইট’, ‘মুনলাইট সিলভার’ এবং ‘মেটাল মাস্টার্ড’।
advertisement
5/5
রেনো ট্রাইবারের মাইলেজ লিটারে ২০ কিলোমিটার ৷ বাকি টেকনিকাল স্পেসিফিকেশন দেখে নিন একনজরে ৷ Length 3990 mm, Width 1739 mm (without door mirrors), Height 1643 mm (without roof rails), Wheelbase 2636 mm, Kerb Weight 947 kg, Engine Type 1.0-litre 3-cylinder petrol engine, Displacement 999 cc, Configuration 3 cylinders, Gearbox 5 Speed Manual Transmission, Power 72Ps @ 6250 RPM,Torque 96Nm @ 3500 RPM, Fuel efficiency 20 kmpl, Tyre size 165/80/ R14, Front suspension Mcpherson Strut, Rear suspension Torsion Beam, Steering Electric power steering, Boot volume 84 L (7-seater condition), 320 L (6-seater condition), 625 L (5-seater condition), Ground Clearance (Unladen) 182 mm, Fuel tank volume 40 Litres
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫ লাখে ৭ সিটার গাড়ি ! দেশবাসীকে দারুণ উপহার Renault-র
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল