PM Kisan Samman Nidhi Scheme: এই মোবাইল অ্যাপে নাম নথিভুক্ত করলেই পাবেন ৬,০০০ টাকা, শেষ নয়, থাকবে একগুচ্ছ সুবিধাও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Kisan Samman Nidhi Scheme: মাত্র কয়েকটি পদক্ষেপেই নিশ্চিত হবে আপনার ৬,০০০ টাকা
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) অন্তর্গত প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এই আর্থিক সহায়তা সমান তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয় ৷ নাম নথিভুক্ত করেছেন যে কৃষকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই প্রকল্পের নবম কিস্তির জন্য ২,০০০ টাকার কথা ঘোষণা করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
গত ৯ অগাস্ট ৯.৭৫ কোটি কৃষক পরিবারকে ১৯,৫০০ কোটি টাকারও বেশি দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ করোনা সংক্রণের ফলে ছোট কৃষকদের এক লক্ষ কোটি টাকার বেশি সাহায্য করেছেন ৷ ২০১৯ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
www.pmkisan.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা পিএম কিসান জিওআই মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করা যাবে স্টেটাস ৷ ঠিক এই কারণেই (National Informatics Centre) মোবাইল অ্যাপ ডেভেলপ করেছে ৷ এই য়োজনার লাভ নিতে গেলে নিকটবর্তী ডাকঘরে (Post Office) গিয়ে নাম নথিভুক্ত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
পিএম কিসান সম্মান নিধি যোজনায় নাম নথিবুক্ত করতে আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যেতে পারে ৷ তার জন্য Google Play Store-এ গিয়ে PM Kisan GOI Mobile App ডাউনলোড করে নাম নথিভুক্ত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এই প্রক্রিয়া অত্যন্ত সহজ অ্যাপে স্থানীয় ভাষাও রয়েছে ৷ ফোনে Google play store থেকে PMKISAN GoI Mobile App ডাউনলোড করতে হবে ৷ তারপরে নিউ ফারমার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ৷ আধার নম্বর ও ক্যাপচা দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
তারপরে রেজিস্ট্রেশন ফর্মে নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, আইএফএসসি কোড ইত্যাদি দিয়ে নাম নথিভুক্ত করতে হবে ৷ এরপরে সাবমিট বোতাম টিপতে হবে ৷ তারপরেই পিএম কিসান মোবাইল অ্যাপে নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ হবে ৷ কোনও রকমের জিজ্ঞাসাবাদের জন্য পিএম কিসান হেল্পলাইন নম্বর 155261/011-24300606 ব্যবহার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan Samman Nidhi Scheme: এই মোবাইল অ্যাপে নাম নথিভুক্ত করলেই পাবেন ৬,০০০ টাকা, শেষ নয়, থাকবে একগুচ্ছ সুবিধাও