চেকের পিছনে সই করতেই হবে... কিন্তু কেন? এর আসল কারণ কি কেউ জানেন? শুনলে অবাক হবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অনলাইনে টাকা লেনদেনের পাশাপাশি চেকের মাধ্যমে অর্থ আদানপ্রদান হয়. বিয়ারার চেকের ক্ষেত্রে পিছনে সই করতে হয়. ব্যাঙ্ক দায়মুক্ত থাকার জন্যও চেকের পিছনে সই নেয়. সঠিক স্বাক্ষর টাকার নিরাপত্তা নিশ্চিত করে.
advertisement
1/6

আমরা এখন অনলাইনে অনেকেই টাকা লেনদেন করি। তবুও চেক ব্যবহার করেও প্রচুর অর্থ আদানপ্রদান হয়। জানেন কী, কেন আমাদের চেকের পিছনে স্বাক্ষর করতে হয়? অনেক সময় আমরা যখন ব্যাঙ্কে যাই বা কাউকে চেক দিই তখন পিছনে স্বাক্ষর করি। কিন্তু, খুব কম লোকই এর পিছনের আসল কারণ এবং নিয়মগুলি জানেন না।
advertisement
2/6
অর্ডার চেক হলে অবশ্য পিছনে সই করার দরকার পড়ে না। এক্ষেত্রে যাঁর নাম আছে, তাঁকে ব্যাঙ্কে টাকা তোলার সময়ে হাজির থাকতে হয়। ফলে, প্রতারণার উপায় থাকে না।
advertisement
3/6
যে সব ক্ষেত্রে চেকের পিছনে সই করার দরকার হয়, তার মধ্যে সবার প্রথমে আসবে বিয়ারার চেকের প্রসঙ্গ। মানে, এক্ষেত্রে কেউ একজন চেক সই করে দিয়েছেন অন্য কাউকে টাকা দেওয়ার জন্য, চেকে যিনি টাকা পাবেন তাঁর নাম আছে। সেই চেক নিয়ে ব্যাঙ্কে গেলে টাকা তোলার আগে পিছনে সই করে দিতে হয়।
advertisement
4/6
শুধু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। ব্যাঙ্ক টাকা দেওয়ার ক্ষেত্রে দায়মুক্ত থাকার জন্যও চেকের পিছনে সই করিয়ে নেয়। এক্ষেত্রে চেকের পিছনে ওই সই প্রমাণ হয়ে থাকে যে ব্যাঙ্ক নিয়ম মেনে টাকা দিয়েছে, তার কোনও দায় নেই।
advertisement
5/6
চেক লেনদেনের সময় প্রতিটি স্বাক্ষর সাবধানে করা উচিত। একটি ভুল স্বাক্ষর আপনার টাকা ঝুঁকির মুখে ফেলতে পারে।
advertisement
6/6
স্বাক্ষর ব্যাঙ্ককে আস্থা দেয় যে টাকাটি সঠিক ব্যক্তিকে দেওয়া হয়েছে। এটি লেনদেনের রেকর্ডও রাখে। ভবিষ্যতে কোনও ক্ষেত্রে এটি প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। চেক হারিয়ে গেলে অপব্যবহার রোধে এটি সাহায্য করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
চেকের পিছনে সই করতেই হবে... কিন্তু কেন? এর আসল কারণ কি কেউ জানেন? শুনলে অবাক হবেন