রিজার্ভ ব্যাঙ্কের বড় সিদ্ধান্ত ! ফের কমল রেপো রেট, কমবে আপনার EMI
Last Updated:
এই হার গত ৯ বছরে সর্বনিম্ন।
advertisement
1/4

সাধারণ মানুষের ও দেশের বিভিন্ন সংস্থার জন্য রয়েছে সুখবর ৷ বুধবার রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ০.৩৫ শতাংশ রেপোট রেট কমিয়ে করা হয়েছে ৫.৪০ শতাংশ ৷ ৩৫ বেসিস পয়েন্ট কম রেপো রেট ৷ এই হার গত ৯ বছরে সর্বনিম্ন।
advertisement
2/4
এই নিয়ে লাগাতার চতুর্থবার কমানো হল রেপো রেট ৷ গত তিন বৈঠকেও মানিটারি পলিসি কমিটি রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ আরবিআই আর্থিক বছর ২০১৯ এর জন্য জিডিপি গ্রথের লক্ষ্যও কমিয়ে দিয়েছে ৷
advertisement
3/4
রেপো রেট কমানোর অর্থ হচ্ছে এবার থেকে ব্যাঙ্ক যখনই আরবিআই থেকে লোন নেবে নতুন রেট অনুযায়ী তিনি ফান্ড পাবেন ৷ সস্তায় যে ফান্ড ব্যাঙ্ক পাবেন তার লাভ সাধারণ মানুষকেও দিতে হবে ৷
advertisement
4/4
এর জেরে এবার থেকে আপনার লোনও সস্তা হয়ে যাবে ৷ এর মানে আপনার লোন থাকলে এবার থেকে দিতে হবে কম EMI ৷