RBI News: বড় সিদ্ধান্ত RBI-এর,নয়া নিয়ম কার্যকর হবে ১ জুলাই থেকে,জারি সার্কুলারও, জেনে নিন বিস্তারিত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) প্রকাশ করেছে সংশোধিত রিজার্ভ ব্যাঙ্ক ইন্টিগ্রেটেড অম্বাডসম্যান স্কিম, ২০২৬। এই প্রকল্পের লক্ষ্য হল ব্যাঙ্ক ও অন্যান্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা। নতুন এই স্কিমটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
advertisement
1/5

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) প্রকাশ করেছে সংশোধিত রিজার্ভ ব্যাঙ্ক ইন্টিগ্রেটেড অম্বাডসম্যান স্কিম, ২০২৬। এই প্রকল্পের লক্ষ্য হল ব্যাঙ্ক ও অন্যান্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা। নতুন এই স্কিমটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। Image: News18
advertisement
2/5
সার্কুলারে RBI জানিয়েছে, এই স্কিমের মূল উদ্দেশ্য হল অভিযোগ দ্রুত ও কম খরচে নিষ্পত্তি করা। সেই কারণে, এই স্কিমের আওতায় পরিচালিত কার্যক্রম হবে সংক্ষিপ্ত এবং এতে বাধ্যতামূলক প্রমাণ উপস্থাপনের নিয়ম প্রযোজ্য হবে না। Image: News18
advertisement
3/5
এই স্কিমের আওতায় রিজার্ভ ব্যাঙ্ক এক বা একাধিক কর্মকর্তাকে RBI অম্বাডসম্যান এবং RBI ডেপুটি অম্বাডসম্যান হিসেবে নিয়োগ করবে। তাঁদের নিয়োগের মেয়াদ হবে তিন বছর। স্কিম অনুযায়ী, তাঁদের উপর অর্পিত সমস্ত দায়িত্ব ও কার্যাবলি তাঁরা পালন করবেন।RBI আরও জানিয়েছে, তারা এক বা একাধিক স্থানে একটি কেন্দ্রীয় অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি কেন্দ্র স্থাপন করবে। এই কেন্দ্রের মাধ্যমে স্কিমের অধীনে দায়ের করা অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। Image: News18
advertisement
4/5
গ্রাহকরা অনলাইনেও তাঁদের অভিযোগ জমা দিতে পারবেন।অভিযোগ বিবেচনার সময়, RBI অম্বাডসম্যান ও ডেপুটি অম্বাডসম্যান ব্যাঙ্কিং আইন, সময়ে সময়ে রিজার্ভ ব্যাঙ্কের জারি করা নির্দেশিকা, নিয়ম ও বিধিনিষেধ বিবেচনায় নেবেন।এই স্কিমের আওতায় ডিসপিউটের অর্থমূল্যের কোনও সীমা নেই। RBI অম্বাডসম্যান যে-কোনও মূল্যে ডিসপিউটের মীমাংসা বা বিচার করার ক্ষমতা রাখবেন। তবে অভিযোগকারীর যে কোনও পরোক্ষ ক্ষতির জন্য সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা থাকবে অম্বাডসম্যানের। Image: News18
advertisement
5/5
পাশাপাশি, অভিযোগকারীর সময় নষ্ট, খরচ, মানসিক হয়রানি বা মানসিক কষ্টের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতাও RBI অম্বাডসম্যান-এর থাকবে। Image: News18
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
RBI News: বড় সিদ্ধান্ত RBI-এর,নয়া নিয়ম কার্যকর হবে ১ জুলাই থেকে,জারি সার্কুলারও, জেনে নিন বিস্তারিত