Safest Bank in India: দেশের ৩টি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ ঘোষণা করে দিল RBI, বিবৃতি জারি করে D-SIB তকমা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত সোমবার লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রের তরফে বলা হয়, “বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মার্জার বা তা বিলুপ্ত করে দেওয়ার কোনও প্রস্তাবনা পর্যালোচনা করছে না সরকার।” আর অন্যদিকে, দেশের মধ্যে সবচেয়ে ‘সেফ ব্যাঙ্ক’ হিসাবে ৩টি ব্যাঙ্কের নাম চিহ্নিত করেছে আরবিআই৷
advertisement
1/7

ব্যাঙ্ক মার্জার বা একত্রীকরণের প্রস্তাব ঘিরে সম্প্রতি জোর চর্চা শুরু হয়েছিল৷ বলা হচ্ছিল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India), ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India), ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের (Bank of Maharashtra) মতো ছোট ব্যাঙ্ককে দেশের বড় বড় ব্যাঙ্কে মিলিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছিল সরকার। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ও ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda)-র মতো বড় বড় ব্যাঙ্কে এই ছোট ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সংসদে উঠেছিল প্রশ্ন৷ এর উত্তর দিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী৷
advertisement
2/7
গত সোমবার লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রের তরফে বলা হয়, “বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মার্জার বা তা বিলুপ্ত করে দেওয়ার কোনও প্রস্তাবনা পর্যালোচনা করছে না সরকার।” আর অন্যদিকে, দেশের মধ্যে সবচেয়ে ‘সেফ ব্যাঙ্ক’ হিসাবে ৩টি ব্যাঙ্কের নাম চিহ্নিত করেছে আরবিআই৷
advertisement
3/7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্ক হল দেশের পদ্ধতিগত ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান৷ এই তিনটি ব্যাঙ্ককেই ডোমেস্টিক সিস্টেমিক্যালি ইম্পরট্যান্ট ব্যাঙ্কস (D-SIBs) ঘোষণা করেছে আরবিআই৷ গত মঙ্গলবারের এই ঘোষণায় এই তিনটি ব্যাঙ্ক যে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তা প্রতিষ্ঠিত হয়েছে৷
advertisement
4/7
২০২৪ সালেও এই তিনটি ব্যাঙ্ককেই D-SIB হিসাবে ঘোষণা করেছিল আরবিআই৷ গত ২ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে ২০২৪ সালের ডি-এসআইবি তালিকার মতো একই বাকেটিং কাঠামোর অধীনে দেশীয় পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক (ডি-এসআইবি) হিসাবে চিহ্নিত করা হয়েছে।’’
advertisement
5/7
আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, এই ব্যাংকগুলিকে উচ্চ স্তরের মূলধন ধারণ করতে হবে, বিশেষ করে অতিরিক্ত সাধারণ ইক্যুইটি টিয়ার 1 (CET1) মূলধন, যা ক্ষতি শোষণ এবং কার্যকরভাবে ঝুঁকি পরিচালনার জন্য অপরিহার্য। অতিরিক্ত CET1 মূলধনের স্তর D-SIB কাঠামোর মধ্যে ব্যাংকের শ্রেণীবিভাগের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
advertisement
6/7
এই বছরের নামকরণ অনুসারে, তিনটি ডি-এসআইবি তাদের আকার এবং পদ্ধতিগত গুরুত্বের উপর ভিত্তি করে বিভিন্ন 'বাকেটে' স্থাপন করা হয়েছে: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বাকেট ৪-এ রাখা হয়েছে, যার জন্য এটিকে অতিরিক্ত ০.৮০% CET1 মূলধন বজায় রাখতে হবে।এইচডিএফসি ব্যাঙ্ক বাকেট ২-তে রয়ে গেছে, অতিরিক্ত ০.৪০% CET1 মূলধনের প্রয়োজন।ICICI ব্যাঙ্ক বাকেট ১-এ আছে, অতিরিক্ত ০.২০% CET1 মূলধন প্রয়োজন।
advertisement
7/7
দেশের অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠান ঠিক কতখানি গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করতেই এই D-SIB ফ্রেমওয়ার্ক বানানো হয়৷ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, দেশের অর্থনীতির জন্য এই প্রতিষ্ঠানগুলির ভূমিকা ঠিক কতখানি৷ এই ব্যাঙ্কিং প্রতিষ্ঠানগুলিতে সামান্যতম কোনও সমস্যা হলে তা প্রাভাবিত করবে গোটা দেশের অর্থনীতিকে৷ সেই কারণে এদের সংরক্ষণ নীতি প্রণেতাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ এছাড়া, যে কোনও অনাঙ্ক্ষিত পরিস্থিতিতে বৃহত্তম ফিনানশিয়াল সিস্টেম রক্ষার্থে এদের বাঁচাতে এগিয়ে আসতে পারে কেন্দ্র৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Safest Bank in India: দেশের ৩টি ব্যাঙ্ককে সবচেয়ে নিরাপদ ঘোষণা করে দিল RBI, বিবৃতি জারি করে D-SIB তকমা