১০টি সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণে অনুমতি দিল RBI, এটা হবে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাঙ্ক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সরকারের নির্দেশ অনুযায়ী, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মার্জ করা হবে ৷
advertisement
1/5

শনিবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ১০ টি সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণের জন্য তারা ইতিমধ্যেই অনুমতি দিয়ে দিয়েছে ৷ সরকারের নির্দেশ অনুযায়ী, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মার্জ করা হবে ৷ সিন্ডিকেট ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্কের সঙ্গে, অন্ধ্রা ও কর্পোরেশন ব্যাঙ্ক মার্জ করা হবে ইউনিয়ম ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে ৷ অন্যদিকে ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরণ হবে ইন্ডিয়ান ব্যাঙ্কের ৷
advertisement
2/5
সূত্রের খবর অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২০ এই সমস্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়ে যাবে ৷ মার্জারের পর ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের গ্রাহকরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে পরিষেবা পাবেন ৷ একই ভাবে সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকরা কানাড়া ব্যাঙ্কের ব্রাঞ্চে নিজেদের কাজ করতে পারবেন ৷ অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের গ্রাহকরা পরিষেবা পাবেন ইউনিয়ন ব্যাঙ্কের সমস্ত শাখা থেকে ৷ এলাহাবাদ ব্যাঙ্কের গ্রাহকরা ইন্ডিয়ান ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চ থেকে পরিষেবা পাবেন বলে জানা গিয়েছে ৷
advertisement
3/5
এই সংযুক্তিকরণ প্রক্রিয়ার পর দেশে কেবল ৭টি সরকারি ব্যাঙ্ক হয়ে যাবে ৷ ২০১৭ সালে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭ ৷ এই মার্জারের পর সংখ্যাটি গিয়ে দাঁড়াবে ৭ ৷ প্রত্যেকটি ব্যাঙ্কের মোট ব্যবসা ৮ লক্ষ কোটি টাকার বেশি হবে ৷
advertisement
4/5
মার্জারের পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ৷ এই ব্যাঙ্কের মোট ব্যবসা প্রায় ১৭.৯৪ লক্ষ কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে ৷ বর্তমানে স্টেট ব্যাঙ্ক দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ৷ তাদের মোট ব্যবসা ৫২ লক্ষ কোটি টাকার ৷
advertisement
5/5
এর পাশাপাশি ব্যাঙ্ক অফ বরোদা দেশের তৃতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ৷ এরপর রয়েছে কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ও ইন্ডিয়া ব্যাঙ্ক ৷ অন্য সরকারি ব্যাঙ্কে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও পঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক সামিল রয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০টি সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণে অনুমতি দিল RBI, এটা হবে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যাঙ্ক