বিপুল ক্ষতি! PF ও পেনশনে কয়েক হাজার কোটি টাকা ডুবতে পারে
Last Updated:
IL&FS এই মুহূর্তে গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে৷ সংস্থাটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার কোটি টাকা৷ এর মধ্যে ৬১ শতাংশ ব্যাঙ্ক লোন ও ৩৩ শতাংশ ডিবেঞ্চার ও কমার্শিয়াল পেপারের ঋণ৷
advertisement
1/6

প্রভিডেন্ট ফান্ড ও পেনশন গ্রাহকদের জন্য খারাপ খবর৷ হাজার কোটি টাকা ডুবে যেতে পারে৷ ফলে ব্যাপক অর্থের ক্ষতির সম্মুখীন হতে পারেন মধ্যবিত্তরা৷ এর প্রধান কারণ হল, IL&FS আর্থিক সঙ্কট৷ যার প্রভাব পড়বে প্রভিডেন্ট ফান্ড ও পেনশনে৷
advertisement
2/6
IL&FS ও অন্য গ্রুপ অফ কোম্পানিতে পিএফ ও পেনশনের ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা খাটছে৷ যদি এই টাকা ডোবে, তা হলে পেনশন ফান্ডের রিটার্ন কমতে পারে৷
advertisement
3/6
IL&FS এই মুহূর্তে গভীর সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে৷ সংস্থাটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১ হাজার কোটি টাকা৷ এর মধ্যে ৬১ শতাংশ ব্যাঙ্ক লোন ও ৩৩ শতাংশ ডিবেঞ্চার ও কমার্শিয়াল পেপারের ঋণ৷
advertisement
4/6
পিএফ ও পেনশন ফান্ড IL&FS-এর বন্ড কিনেছে৷ IL&FS-এর ট্রিপল এ রেটিংয়ের জন্যই বন্ড কেনা হয়েছিল৷ ভালো রিটার্ন পাওয়ার আশাতেই ট্রিপল এ কোম্পানিতে লগ্নি করা হয়৷ এ বার IL&FS-এর আর্থিক সঙ্কটে ওই টাকা ক্ষতির সম্ভাবনা প্রবল৷
advertisement
5/6
IL&FS-এ সবচেয়ে বেশি টাকা লগ্নি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ইন্দাসইন্ড ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরোদার টাকা লগ্নি করা রয়েছে৷
advertisement
6/6
তবে ঠিক কত টাকা ফেঁসে রয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট হিসেব পাওয়া যায়নি৷ তবে এ বিষয়ে IL&FS মুখে কুলুপ এঁটেছে৷