GST Council Meeting: সোমবার থেকেই দাম কমতে পারে অনেক জিনিসের! আজই নেওয়া হবে বড় সিদ্ধান্ত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
GST Council Meeting Today: কাল বসতে চলেছে ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠক। সামনেই হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আবহে দাম কমতে চলেছে একঝাঁক জিনিসের।
advertisement
1/5

আজ, অর্থাৎ সোমবার বসতে চলেছে ৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠক। সামনেই হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের আবহে দাম কমতে চলেছে একঝাঁক জিনিসের।
advertisement
2/5
সবার আগে এই তালিকায় রয়েছে জীবন বিমা এবং স্বাস্থ্যবিমার মতো পলিসি। বর্তমানে এই পরিষেবাগুলির উপর ১৮% হারে জিএসট দিতে হয়, যে কারণে বিতর্ক রয়েছেই। তাই এই জীবন বিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি কমতে পারে।
advertisement
3/5
ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের উপর জিএসটি কমার সম্ভাবনা রয়েছে, এতে বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
4/5
বিদ্যুতের মিটার সংক্রান্ত পরিষেবাগুলির জন্য জিএসটি ছাড় দেওয়া হতে পারে। সেই সঙ্গে রিয়েল এস্টেট এবং ধাতব শিল্পকে এবারের জিএসটি সংক্রান্ত বৈঠকে বিশেষ সহায়তা করা হতে পারে।
advertisement
5/5
পাশাপাশি, যারা সম্পত্তি কিনবেন এবং ছাত্র-ছাত্রীরা জিএসটি কাউন্সিলের বৈঠকে সুখবর পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GST Council Meeting: সোমবার থেকেই দাম কমতে পারে অনেক জিনিসের! আজই নেওয়া হবে বড় সিদ্ধান্ত