প্রগতি সেভিংস অ্যাকাউন্ট, গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ HDFC-এর
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
প্রগতি সেভিংস অ্যাকাউন্ট খুললে অনলাইনে কৃষি সরঞ্জাম কেনা থেকে শুরু করে ডিজিটাল অ্যাক্সেস, সবেতেই বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর্থিক ক্ষমতায়নও হবে।
advertisement
1/7

‘প্রগতি সেভিংস অ্যাকাউন্ট’ নামে নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করল দেশের বেসরকারি খাতের অন্যতম বড় ব্যাঙ্ক এইচডিএফসি। এটা বিশেষভাবে গ্রাম এবং মফস্বলের মানুষদের ব্যাঙ্কিং চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে।
advertisement
2/7
প্রগতি সেভিংস অ্যাকাউন্টের বৈশিষ্ট: প্রগতি সেভিংস অ্যাকাউন্ট খুললে অনলাইনে কৃষি সরঞ্জাম কেনা থেকে শুরু করে ডিজিটাল অ্যাক্সেস, সবেতেই বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর্থিক ক্ষমতায়নও হবে।
advertisement
3/7
বিশেষ ছাড়: BigHaat-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এইচডিএফসি। ফলে প্রগতি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে কৃষি সরঞ্জাম, বীজ, সার সহ বিভিন্ন পণ্যে ছাড় পাবেন গ্রাহক। বিশেষ সুবিধা হবে কৃষকদের। বিশেষ সুবিধা: প্রগতি সেভিংস অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের বিশেষ প্রয়োজন। ন্যূনতম দেখভালেই স্বচ্ছন্দে চালানো যায়। গ্রাম এবং মফস্বলের গ্রাহকদের জন্য এটা বড় সুযোগ।
advertisement
4/7
ডিজিটাল অ্যাক্সেস: প্রগতি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সচেতনতার প্রসার ঘটানোই এইচডিএফসি ব্যাঙ্কের লক্ষ্য। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে ব্যাঙ্কিং এবং আর্থিক ব্যবস্থাপনাকে গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। যাতে আর্থিক ক্ষমতায়ন ঘটে।
advertisement
5/7
এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি আর্গো জেনারেল ইনস্যুরেন্স-এর সঙ্গে অংশীদারত্বে কিউরেটেড প্রস্তাবনার একটি সিরিজ নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ডিসকাউন্টেড অ্যাসেট অফার সহ টু-হুইলার লোন, ট্রাক্টর লোন, গোল্ড লোন (Gold Loan), কিষাণ গোল্ড কার্ড (KISAN Gold Card) এবং গবাদি পশুর বিমা। বিভিন্ন প্রোডাক্টে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। এই সমস্ত অফার গ্রামীণ এলাকার গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটানোর পাশাপাশি তাঁদের আর্থিক উন্নয়নের জন্যও বিশেষভাবে তৈরি করা হয়েছে।
advertisement
6/7
এই বিষয়ে, এইচডিএফসি ব্যাঙ্কের কান্ট্রি হেড (পেমেন্ট, লাইয়াবিলিটি প্রোডাক্ট, কনজিউমার ফাইন্যান্স এবং মার্কেটিং) পরাগ রাও বলেছেন, “এইচডিএফসি ব্যাঙ্ক আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ এলাকায় কৃষি ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই প্রগতি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে, আমরা বেশ কয়েকটি নতুন উদ্যোগ শুরু করছি। এর মধ্যে BigHaat-এর সঙ্গে অংশীদারিত্বে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, সহজে ঋণ দেওয়া এবং উন্নত আর্থিক ফলাফলের জন্য টুল এবং রিসোর্স প্রদান অন্যতম। আমাদের লক্ষ্য একটি টেকসই ইকোসিস্টেম তৈরি করা, যা গ্রামীণ উন্নয়নের সহায়ক হবে এবং স্থানীয় সম্প্রদায়গুলির উন্নয়নে সহায়তা করবে।
advertisement
7/7
এইচডিএফসি ব্যাঙ্কের এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহক ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। এর ফলে শুধু আর্থিক লেনদেন সহজ হয় তাই নয়, সাধারণ মানুষ প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও অবগত হন।