Small Savings Scheme Interest Rate: PPF, Post Office FD, SSY, NSC-সহ অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়ল না কমল ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Small Savings Scheme Interest Rate: ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকেও কি অপরিবর্তিত থাকছে PPF, SSY, NSC ও পোস্ট অফিস FD-এর সুদের হার ?
advertisement
1/6

ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়বে না কমবে ? সোমবার সেই দিকেই তাকিয়ে ছিলেন দেশের কোটি কোটি মানুষ ৷ অবশেষে অপেক্ষার অবসান ৷ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের অপরিবর্তিত রাখল সরকার ৷
advertisement
2/6
সোমবার, ৩০ জুন ২০২৫ তারিখে সরকার ঘোষণা করেছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), এবং পোস্ট অফিস ডিপোজিট-সহ ছোট সঞ্চয় প্রকল্পগুলির উপর সুদের হার আর্থিক বছর ২০২৫-২৬-এর দ্বিতীয় ত্রৈমাসিকের (১ জুলাই ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত) জন্য অপরিবর্তিত থাকবে। এই তথ্য অর্থ মন্ত্রকের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
advertisement
3/6
ছোট সঞ্চয় প্রকল্পে সর্বশেষ সুদের হার-সুকন্যা সমৃদ্ধি যোজনা: সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে জমার উপর সুদের হার আগের মতোই ৮.২% থাকছে।তিন বছরের পোস্ট অফিস ডিপোজিট: তিন বছরের বিনিয়োগের উপর সুদের হার অপরিবর্তিত থাকছে ৭.১ শতাংশে ।
advertisement
4/6
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট:পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) উপর সুদের হার ৭.১% অপরিবর্তিত থাকছে এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমে সুদের হার ৪% থাকছে।
advertisement
5/6
কিষান বিকাশ পত্র: কিষান বিকাশ পত্রে সুদের হার ৭.৫% নির্ধারিত হয়েছে, যেখানে বিনিয়োগের মেয়াদ ১১৫ মাসে ।ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): এপ্রিল-জুন ২০২৫ সময়কালের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) সুদের হার ৭.৭% নির্ধারিত হয়েছে।
advertisement
6/6
মান্থলি ইনকাম স্কিম- মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগকারীরা পাবেন ৭.৪ শতাংশ সুদ ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Small Savings Scheme Interest Rate: PPF, Post Office FD, SSY, NSC-সহ অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি বাড়ল না কমল ?