TRENDING:

ভালো সুদেই PPF থেকে খেপে খেপে টাকা তোলা যায়! কী ভাবে?

Last Updated:
advertisement
1/6
ভালো সুদেই PPF থেকে খেপে খেপে টাকা তোলা যায়! কী ভাবে?
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অনেকেই টাকা রাখেন৷ অনেকেই আবার মুখ ঘোরান৷ কারণ, ১৫ বছর মেয়াদ৷ দীর্ঘমেয়াদী এই সেভিংসে বহু মানুষেরই অনীহা৷ তবে এ ক্ষেত্রে জানিয়ে রাখি, পিপিএফ কিন্ত‌ু খুব টাকার দরকার পড়লে ১৫ বছরের আগেই ভাঙানো যায়৷ কয়েকটি সোজা পদ্ধতিতে বা শর্তে৷
advertisement
2/6
একজন পিপিএফ সাবস্ক্রাইবার চাইলে সন্তানের উচ্চশিক্ষা বা চিকিত্‍‌সার জন্য ভাঙাতে পারেন ১৫ বছরের আগেই৷ সে ক্ষেত্রে খুব সামান্য টাকা পেনাল্টি চার্জ লাগে৷ সুদের উপর ১ শতাংশ কম৷ আবার চাইলে ১৫ বছরের বেশিও টাকা খাটাতে পারেন পিপিএফ-এ৷ এই মুহূর্তে পিপিএফ সুদ দিচ্ছে ৭.৬ শতাংশ হারে৷
advertisement
3/6
কী ভাবে মেয়াদের আগেই পিপিএফ তোলা যায়৷ দেখে নেওয়া যাক৷
advertisement
4/6
৭ বছর মেয়াদ হয়ে গেলে পিপিএফ থেকে প্রতিবছর আংশিক ভাবে টাকা তোলা সম্ভব৷
advertisement
5/6
৪ বছরের শেষে মোট ব্যালেন্সের ৫০ শতাংশ তোলা যায়৷ পিপিএফ-এ পার্শিয়াল উইথড্রয়াল ফর্ম ট্যাক্স ফ্রি৷
advertisement
6/6
পিপিএফ ম্যাচিউর করে গেলে ওই অ্যাকাউন্টই ফের ব্যবহার করতে পারেন গ্রাহক৷ সে ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ না-হওয়া পর্যন্ত জমা টাকার উপর সুদ চাপতে থাকবে৷ প্রতি ব্লক পিরিয়ডে অ্যাকাউন্ট হোল্ডার ৬০ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারবেন৷ প্রতি বছর একবার করে টাকা তুলতে পারবেন৷ তখন বাকি টাকার উপর সুদ মিলবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভালো সুদেই PPF থেকে খেপে খেপে টাকা তোলা যায়! কী ভাবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল