পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ব্যাঙ্কের তুলনায় ডবল রিটার্ন, মিলবে ট্যাক্স ছাড়ও
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
advertisement
1/6

সকলেই চায় যে টাকা ইনভেস্ট করছে তা যেন যত তাড়াতাড়ি সম্ভব ডবল হয়ে যায় ৷ কিন্তু বেশিরভাগ মানুষেই এর উপায় কি তা জানে না ৷ কোথায় এবং কীভাবে ইনভেস্ট করা উচিৎ তা অনেকেরই অজানা ৷ বিশেষজ্ঞদের মতে যেখানে বেশি রিস্ক রয়েছে সবসময় সেখানেই বেশি লাভের সম্ভাবনা থাকে ৷ কিন্তু সাধারণ মানুষ তাদের কষ্ট করে উপার্জন করা টাকা নিয়ে এত বড় রিস্ক নিতে চায় না ৷ তবে এরকম বেশ কিছু স্কিম রয়েছে যেখানে ভালো রিচার্নের সম্ভাবনা রয়েছে ৷
advertisement
2/6
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: ভারত সরকারের এটা অল্প সঞ্চয়ের যোজনা ৷ এটা পোস্ট অফিসের স্কিম ৷ এনএসসি-এর সবচেয় ভালো জিনিস হচ্ছে এখানে আপনি মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিম শুরু করতে পারবেন ৷ যে রকম ১০০, ৫০০, ২০০০ টাকার নোট হয় তেমনই ১০০, ৫০০, ১০০০ ও ২০০০ টাকার এনএসসি সার্টিফিকেট হয় ৷ এতে আপনি যত ইচ্ছে টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ এর কোনও লিমিট নেই ৷ আপনি আপনার ক্ষমতা অনুযায়ী টাকা রাখতে পারবেন ৷
advertisement
3/6
যে কোনও ব্যাক্তি এতে টাকা রাখতে পাবেন ৷ আপনি আপনার সন্তানের নামেও এই সার্টিফিকেট কিনতে পারবেন ৷ এই সার্টিফিকেট ম্যাচিউরিটির সময়সীমা ৫ বছর হয় ৷ প্রতি বছর আপনার টাকার উপর সুদ জমা হতে থাকে ৷ কম্পাউন্ড ইন্টারেস্টের জেরে লাগাতার আপনার টাকা বাড়তে থাকে ৷ আপনি যদি ১০০ টাকা ইনভেস্ট করেন তাহলে ৫ বছর তা ১৪৪ টাকা হয়ে যাবে ৷ তবে ১.৫ লাখ পর্যন্ত কেবল ট্যাক্সে ছাড় পাওয়া যাবে ৷ এক তো আপনার টাকা সুরক্ষিত থাকবে ৷ পাশাপাশি সরকার যে রিটার্নের আশ্বাস আপনি সেটা পাবেনই ৷
advertisement
4/6
পোস্ট অফিস এই সার্টিফিকেট জারি করেছিল ৷ সরকারি যে কোনও ডাকঘরে গিয়ে আপনি এই সার্টিফিকেট কিনতে পারবেন ৷ তবে এর জন্য আপনাকে বেশি কিছু তথ্য জমা দিতে হবে ৷
advertisement
5/6
এই সার্টিফিকেটে ইনভেস্ট করার সময়সীমা পাঁচবছরের ৷ তবে বেশ কিছু শর্ত পূরণ করলে ১ বছরের মধ্যেও আপনি টাকা তুলে নিতে পারবেন ৷ ন্যাশনাল সার্টিফিকেটে প্রত্যেক তিন মাসে সুজের হার বদলাতে থাকে ৷ অথার্ৎ আপনার সুদও বদলাতে থাকে ৷
advertisement
6/6
মাত্র ১৮ বছর বয়স থেকেই যে কেউ এতে ইনভেস্ট করতে পারবে ৷ তবে NRI এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি এই স্কিমের সুবিধা পাবেন না ৷ একটি পোস্ট অফিসের NSC অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করা যাবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ব্যাঙ্কের তুলনায় ডবল রিটার্ন, মিলবে ট্যাক্স ছাড়ও