TRENDING:

Post Office Hit Schemes: PORD, POMIS, PPF বা SSY, কোথায় বিনিয়োগ করে বেশি লাভবান হবেন ?

Last Updated:
Post Office Superhit Scheme: PORD, POMIS, PPF বা SSY—কোন স্কিম বেছে নেবেন তা নির্ভর করছে আপনার আর্থিক লক্ষ্যর উপর। যেখানে POMIS মাসিক আয় দেয়, সেখানে PPF ও SSY দীর্ঘমেয়াদে বেশি লাভ ও ট্যাক্স ছাড় দেয়। জেনে নিন কোন স্কিমে সর্বাধিক রিটার্ন পাবেন।
advertisement
1/7
PORD, POMIS, PPF বা SSY, কোথায় বিনিয়োগ করে বেশি লাভবান হবেন ?
পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প (Post Office Saving Schemes) সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরেই ভরসার জায়গা। নিরাপদ বিনিয়োগ, গ্যারান্টিযুক্ত রিটার্ন এবং সরকারের পক্ষ থেকে সুদের নিশ্চয়তা থাকার কারণে শহর থেকে গ্রাম—সব জায়গাতেই এগুলি সমান জনপ্রিয়। তবে এতগুলির মধ্যে কোন স্কিমটি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক হবে, তা জানা জরুরি। এখানে আমরা আলোচনা করব চারটি জনপ্রিয় পোস্ট অফিস স্কিম নিয়ে—PORD, POMIS, PPF এবং SSY।
advertisement
2/7
সরকার বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ২০২৫-এর জন্য পোস্ট অফিস স্কিমগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে। এর মধ্যে ৪টি প্রধান স্কিম — রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম, PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা । সম্প্রতি পোস্ট অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এই চারটি স্কিম নিয়ে পোস্ট করা হয়েছে ৷ এই চারটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অত্যন্ত জনপ্রিয় যোজনা ৷ কিন্ত আপনার জন্য কোনটা বেশি লাভজনক ? সেটা জেনে নিন ৷
advertisement
3/7
১. পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (PORD)- পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে টাকা জমা করে মোটা অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন ৷ এখানে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় ৷ বর্তমানে এই স্কিম ৬.৭ শতাংশ সুদ মিলছে ৷ ন্যূনতম ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হয় ৷ মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট সিঙ্গল বা যৌথ (জয়েন্ট) হিসেবে খোলা যায় এবং কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার সুবিধাও পাওয়া যায়।
advertisement
4/7
২. মান্থলি ইনকাম স্কিম (MIS)- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) তাঁদের জন্য একটি চমৎকার বিকল্প, যাঁরা প্রতি মাসে স্থিতিশীল আয় চান, বিশেষ করে অবসরপ্রাপ্ত বা প্রবীণ নাগরিকদের জন্য।এই স্কিমে বিনিয়োগকারীদের এককালীন টাকা জমা রাখতে ৷ বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ পাওয়া যাচ্ছে ৷ যা প্রতি মাসে সরাসরি বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।এই স্কিমের মেয়াদ ৫ বছর এবং আপনি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে (জয়েন্ট) সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
advertisement
5/7
৩. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প, যা কর ছাড়ের পাশাপাশি নিরাপদ রিটার্ন দিয়ে থাকে ।এই স্কিমে বার্ষিক ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে। বিনিয়োগের মেয়াদ ১৫ বছর এবং এখানে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যায়।এই স্কিমটি EEE ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ এবং মেয়াদপূর্তির পুরো অঙ্ক—সবই করমুক্ত (ট্যাক্স ফ্রি)।এই প্রকল্পে আংশিক টাকা তোলার ও ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে। আপনি নিজের বা পরিবারের কোনও সদস্যের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
6/7
৪. সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে (যা প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করা হয়)।অভিভাবক বা পিতামাতা তাঁদের ০ থেকে ১০ বছরের মেয়ের নামে এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন।এই প্রকল্পের মেয়াদ মেয়ের ২১ বছর বয়স পর্যন্ত বা বিয়ে হওয়া পর্যন্ত থাকে। এতে বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।এই স্কিমটি EEE কর ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ ও মেয়াদপূর্তির অর্থ—তিনটিই সম্পূর্ণ করমুক্ত (ট্যাক্স ফ্রি)।
advertisement
7/7
দরকার অনুযায়ী বেছে নিন কোন স্কিমটি আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Hit Schemes: PORD, POMIS, PPF বা SSY, কোথায় বিনিয়োগ করে বেশি লাভবান হবেন ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল