Post Office Schemes: ঘরে বসে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানেন?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Schemes: বিনিয়োগের উপর ৮ শতাংশের বেশি সুদ দেওয়া হয়। অর্থাৎ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি।
advertisement
1/7

অবসরের পর বা বৃদ্ধ বয়সে নিয়মিত আয় বন্ধ হয়ে যায়। এই সময় আর্থিক সমস্যায় যাতে পড়তে না হয়, তার জন্য পোস্ট অফিসে বেশ কিছু জনপ্রিয় সেভিংস স্কিম রয়েছে। এর মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অন্যতম।
advertisement
2/7
বিনিয়োগের উপর ৮ শতাংশের বেশি সুদ দেওয়া হয়। অর্থাৎ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি। প্রবীণ নাগরিকদের জন্যই এই প্রকল্প এনেছে কেন্দ্র সরকার।
advertisement
3/7
৮.২ শতাংশ হারে সুদ মেলে: ২০২৪-এর ১ জানুয়ারি থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়ে ৮.২ শতাংশ করেছে কেন্দ্র। এতে বিনিয়োগ করে প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়।
advertisement
4/7
নিয়মিত আয়, নিরাপদ বিনিয়োগ এবং কর সুবিধার ভিত্তিতে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম প্রবীণ নাগরিকদের সবচেয়ে পছন্দের প্রকল্প। সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়।
advertisement
5/7
সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা রয়েছে। অবসরের পর নিয়মিত আয় নিয়ে চিন্তা করতে হবে না। ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই স্কিমে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টও খুলতে পারেন।
advertisement
6/7
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ ৫ বছর। অকাল প্রত্যাহারও করা যায়। তবে এর জন্য জরিমানা দিতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তিদের বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। ভিআরএস নেওয়া কর্মীরা ৫৫ বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীদের বয়স হতে হবে ৫০ বছরের বেশি।
advertisement
7/7
পোস্ট অফিসের এই স্কিমে অ্যাকাউন্ট হোল্ডার কর ছাড়ের সুবিধা পান। বিনিয়োগকারী ব্যক্তিকে আয়কর আইনের ধারা ৮০সি-এর অধীনে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক কর ছাড় দেওয়া হয়। মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনির কাছে হস্তান্তর করা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Schemes: ঘরে বসে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা, পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানেন?