পোস্ট অফিসের NSC স্কিমে ১০ লাখ টাকা রেখেছেন ? কত রিটার্ন মিলবে জানেন ? গুণে শেষ করতে পারবেন না
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office NSC Return: পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এতে ট্যাক্স ছাড় পাওয়া যায়, সঙ্গে আকর্ষণীয় হারে রিটার্নও মেলে।
advertisement
1/7

শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন পাওয়া যায়। কিন্তু ঝুঁকিও রয়েছে। বাজার পড়লে লোকসানের সমূহ সম্ভাবনা। মধ্যবিত্ত বিনিয়োগকারী তাই ওই পথ মাড়ান না। এমন জায়গায় বিনিয়োগ করেন যেখানে কষ্টার্জিত টাকা নিরাপদে থাকে, সঙ্গে পাওয়া যায় গ্যারান্টিযুক্ত রিটার্ন।
advertisement
2/7
পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি মধ্যবিত্ত বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এতে ট্যাক্স ছাড় পাওয়া যায়, সঙ্গে আকর্ষণীয় হারে রিটার্নও মেলে। সব থেকে বড় কথা এই স্কিম থেকে কমপাউন্ড ইন্টারেস্টের সুবিধা পান গ্রাহক।
advertisement
3/7
এনএসসি স্মল সেভিংস স্কিম। প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার সংশোধন করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এনএসসি-তে ৭.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। বিনিয়োগ করা অর্থের উপর আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় বছরে সর্বাধিক ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
advertisement
4/7
পোস্ট অফিসের এই স্মল সেভিংস স্কিমের বিশেষত্ব হল, এখানে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। স্কিমের মেয়াদ পাঁচ বছর। অর্থাৎ এই সময়ের আগে টাকা তোলা যাবে না। অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো।
advertisement
5/7
এখন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে যদি কেউ ১০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এনএসসি ক্যালকুলেটর অনুযায়ী, ৭.৭ শতাংশ সুদের হারে ১০ লাখ টাকার বিনিয়োগ করলে পাঁচ বছর পর ১৪,৪৯,০৩৪ টাকা রিটার্ন মিলবে। অর্থাৎ সুদ থেকে আয় হবে ৪,৪৯,০৩৪ টাকা।
advertisement
6/7
অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই এনএসসিতে বিনিয়োগ করা যায়। অফলাইনে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসে গিয়ে এনএসসি ফর্ম পূরণ করে কেওয়াইসি নথি জমা দিতে হবে। তারপর বিনিয়োগ করতে হবে। সব হয়ে গেলে পোস্ট অফিস ফিজিক্যাল এনএসসি সার্টিফিকেট দেবে গ্রাহককে।
advertisement
7/7
অনলাইনে বিনিয়োগের জন্য পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর গ্রাহককে যেতে হবে DOP Net Banking প্ল্যাটফর্মে। এখানে General Services-এ গিয়ে Service Requests-এ ক্লিক করতে হবে। তারপর New Requests-এ ক্লিক করে NSC Account – Open an NSC Account (For NSC) বেছে গ্রাহক কত টাকা বিনিয়োগ করবেন তা লিখে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেবেন। তাহলেই এনএসসিতে বিনিয়োগ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কনফার্মেশন রসিদ দিয়ে দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের NSC স্কিমে ১০ লাখ টাকা রেখেছেন ? কত রিটার্ন মিলবে জানেন ? গুণে শেষ করতে পারবেন না