Post Office Hit Scheme: পোস্ট অফিসের এফডি-তে মাত্র ১২ মাসের জন্য ৮ লাখ টাকা রাখলে কত রিটার্ন মিলবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office Hit Schemes: পোস্ট অফিসের FD একটি সম্পূর্ণ নিরাপদ সরকারি স্কিম। ১২ মাসের জন্য ৮ লাখ টাকা বিনিয়োগ করলে বর্তমান সুদের হারে নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব।
advertisement
1/6

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD) এখনও সাধারণ মানুষের কাছে অন্যতম নিরাপদ বিনিয়োগের মাধ্যম। সরকারি গ্যারান্টি থাকার কারণে ঝুঁকি প্রায় নেই বললেই চলে। অনেকেই জানতে চান, যদি স্বল্প সময়ের জন্য বড় অঙ্কের টাকা রাখা হয়, তাহলে ঠিক কতটা রিটার্ন পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক—মাত্র ১২ মাসের জন্য পোস্ট অফিসের এফডি-তে ৮ লাখ টাকা রাখলে কত রিটার্ন মিলবে।
advertisement
2/6
পোস্ট অফিস FD-এর সুদের হার-বর্তমানে পোস্ট অফিসের ১ বছরের ফিক্সড ডিপোজিটে বার্ষিক সুদের হার ধরা যাক ৬.৯% (হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে)। এই সুদ সাধারণত বার্ষিক ভিত্তিতে হিসেব করা হয়।
advertisement
3/6
৪ লাখ টাকার রিটার্নের হিসেব-যদি আপনি পোস্ট অফিসের এফডি-তে এককালীন ৪,০০,০০০ টাকা ১২ মাসের জন্য জমা রাখেন, তাহলে—মূলধন: ৪,০০,০০০ টাকাবার্ষিক সুদের হার: ৬.৯%১ বছরে সুদ: প্রায় ২৭,৬০০ টাকা(Approximately)অর্থাৎ, ১২ মাস শেষে আপনার মোট প্রাপ্তি হবে প্রায়৪,২৭,৬০০ টাকা (Approximately)।
advertisement
4/6
কেন পোস্ট অফিস FD-তে বিনিয়োগ করবেন?পোস্ট অফিসের এফডি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হওয়ার কয়েকটি বড় কারণ—সম্পূর্ণ সরকারি গ্যারান্টি, ঝুঁকি একেবারেই নেই ৷স্বল্প সময়ের জন্য নিরাপদ বিনিয়োগের সুযোগব্যাঙ্কের তুলনায় স্থিতিশীল সুদের হারদেশের যে কোনও পোস্ট অফিসে সহজেই অ্যাকাউন্ট খোলার সুবিধা ৷
advertisement
5/6
কাদের জন্য উপযুক্ত এই স্কিম?যাঁরা ঝুঁকি ছাড়াই নিশ্চিত রিটার্ন চান, অবসরপ্রাপ্ত ব্যক্তি, বা অল্প সময়ের জন্য নিরাপদ জায়গায় টাকা রাখতে চান—তাঁদের জন্য পোস্ট অফিস FD একটি ভালো বিকল্প।
advertisement
6/6
সব মিলিয়ে বলা যায়, যদি আপনি মাত্র এক বছরের জন্য ৪ লাখ টাকা নিরাপদ বিনিয়োগে রাখতে চান, তাহলে পোস্ট অফিসের এফডি থেকে প্রায় ২৭,৬০০ টাকা সুদ পাওয়া সম্ভব। তবে বিনিয়োগের আগে বর্তমান সুদের হার একবার যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Hit Scheme: পোস্ট অফিসের এফডি-তে মাত্র ১২ মাসের জন্য ৮ লাখ টাকা রাখলে কত রিটার্ন মিলবে ?